Ajker Patrika

গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের ৭৫২ কোটি রুপি জব্দ করল ইডি 

গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের ৭৫২ কোটি রুপি জব্দ করল ইডি 

ভারতে বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ডের পরিচালক প্রতিষ্ঠান ইয়ং ইন্ডিয়ানের প্রায় ৭৫২ কোটি রুপি জব্দ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি। ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে চলমান মানি লন্ডারিং মামলায় তদন্তের স্বার্থে গতকাল মঙ্গলবার ইডি এই উদ্যোগ নেয়। ইয়ং ইন্ডিয়ানের সঙ্গে গান্ধী পরিবারের সংযোগ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইডি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ং ইন্ডিয়ানের যেসব সম্পদ জব্দ করেছে তার মধ্যে রয়েছে—দিল্লির ন্যাশনাল হেরাল্ড হাউস, লক্ষ্ণৌয়ের নেহেরু ভবন এবং মুম্বাইয়ের ন্যাশনাল হেরাল্ড হাউস। বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) এবং এর হোল্ডিং কোম্পানি ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে। 

ইডির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তদন্তে জানা গেছে মেসার্স অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ভারতের অনেক শহর—যেমন দিল্লি, মুম্বাই এবং লক্ষ্ণৌয়ে স্থাবর সম্পত্তির মাধ্যমে আয়ের কারণে অপরাধ করেছে যার পরিমাণ ৬৬১ দশমিক ৬৯ কোটি রুপি এবং মেসার্স ইয়ং ইন্ডিয়ান একই ধরনের অপরাধের মাধ্যমে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ইক্যুইটি শেয়ার বিনিয়োগ করে ৯০ দশমিক ২১ কোটি রুপি আয় করেছে।’ 
 
এদিকে, ইডির এমন তৎপরতায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, ‘তদন্ত সংস্থার কর্মকাণ্ড স্পষ্ট করেছে যে, ভারতীয় জনতা পার্টি চলমান বিধানসভা নির্বাচন নিয়ে আতঙ্কিত।’ তিনি আরও বলেন, ‘বিজেপি এস্টাবলিশমেন্ট কর্তৃক নির্বাচনের সময় রাষ্ট্রীয় সংস্থাগুলোর অপব্যবহারের ধরনা নতুন নয়।’ 

কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘বিজেপি সরকারে এমন নগ্ন উদ্যোগ এখন পুরো জাতির সামনে সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে। ন্যাশনাল হেরাল্ড ছিল স্বাধীনতা আন্দোলনের কণ্ঠস্বর। ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকার জন্য গর্বিত।’ 
 
উল্লেখ্য, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি চালু করেন। তখন ইংরেজি ভাষায় প্রকাশিত এই দৈনিকটির প্রকাশক প্রতিষ্ঠা ছিল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড। পরে অবশ্য এই সংবাদপত্রটি কওমী আওয়াজ নামে উর্দু ভাষায় ও নবজীবন নামে হিন্দি ভাষায় প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত