অনলাইন ডেস্ক
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার ডেরা কি গালি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িকে অ্যামবুশ করলে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ডেরা কি গালি এলাকার আশপাশে বিশেষ অভিযান শুরু করে।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘নিরেট তথ্য-প্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় গত রাতে (বৃহস্পতিবার) যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং অভিযান চলছে।
গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর দুই ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়েছিল। বিগত কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়ে গেছে এবং এই অঞ্চল সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে সশস্ত্র কার্যক্রম খুব একটা ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে এলাকাটিতে সশস্ত্র কার্যক্রম ব্যাপক বেড়ে গেছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার ডেরা কি গালি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িকে অ্যামবুশ করলে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ডেরা কি গালি এলাকার আশপাশে বিশেষ অভিযান শুরু করে।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘নিরেট তথ্য-প্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় গত রাতে (বৃহস্পতিবার) যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং অভিযান চলছে।
গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর দুই ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়েছিল। বিগত কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়ে গেছে এবং এই অঞ্চল সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে সশস্ত্র কার্যক্রম খুব একটা ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে এলাকাটিতে সশস্ত্র কার্যক্রম ব্যাপক বেড়ে গেছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
১৬ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
২ ঘণ্টা আগে