কলকাতা প্রতিনিধি
প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন এবং বাকি ১৯ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়।
প্রবল বর্ষণের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয়ে সরকারি হিসাবে গত ৪৮ ঘণ্টায় মারা গিয়েছেন অন্তত ১৯ জন। বেশির ভাগ ক্ষেত্রেই বন্যায় ভূমিধসের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এরই মধ্যে আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মনিপুর রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসামের ২৮টি জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চলতি মৌসুমে এটি দ্বিতীয় দফা বন্যার ঘটনা। ত্রাণ তৎপরতা চালাতে ও উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী।
আসামে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে ১৬ জনের একটি উদ্ধারকারী দল এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সাহায্য করছেন।
এদিকে, বিগত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ত্রিপুরায়। প্রবল বর্ষণে গত শুক্রবার পানিবন্দী হয়েছিল রাজ্যের রাজধানী আগরতলা। শনিবার আগরতলার বিভিন্ন জায়গা থেকে নেমে গেলেও নিচু এলাকাগুলোতে এখনো পানি রয়ে গেছে। ফলে বেড়েছে মানুষের দুর্ভোগ।
মেঘালয়ে নদীর জল বহু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বন্যার থেকেও বেশি ক্ষতি করছে ভূমিধস। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেস নেতা ভূপেন বরার অভিযোগ, দুর্যোগের দিনেও বিজেপি ত্রাণ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের সঙ্গে রাজনীতি করছে।
প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন এবং বাকি ১৯ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়।
প্রবল বর্ষণের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয়ে সরকারি হিসাবে গত ৪৮ ঘণ্টায় মারা গিয়েছেন অন্তত ১৯ জন। বেশির ভাগ ক্ষেত্রেই বন্যায় ভূমিধসের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এরই মধ্যে আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মনিপুর রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসামের ২৮টি জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চলতি মৌসুমে এটি দ্বিতীয় দফা বন্যার ঘটনা। ত্রাণ তৎপরতা চালাতে ও উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী।
আসামে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে ১৬ জনের একটি উদ্ধারকারী দল এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সাহায্য করছেন।
এদিকে, বিগত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ত্রিপুরায়। প্রবল বর্ষণে গত শুক্রবার পানিবন্দী হয়েছিল রাজ্যের রাজধানী আগরতলা। শনিবার আগরতলার বিভিন্ন জায়গা থেকে নেমে গেলেও নিচু এলাকাগুলোতে এখনো পানি রয়ে গেছে। ফলে বেড়েছে মানুষের দুর্ভোগ।
মেঘালয়ে নদীর জল বহু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বন্যার থেকেও বেশি ক্ষতি করছে ভূমিধস। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেস নেতা ভূপেন বরার অভিযোগ, দুর্যোগের দিনেও বিজেপি ত্রাণ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের সঙ্গে রাজনীতি করছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
৩৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে