Ajker Patrika

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে নয় আলোচনা হবে স্থানীয়দের সঙ্গে: অমিত শাহ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে নয় আলোচনা হবে স্থানীয়দের সঙ্গে: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে কোনো আলোচনা হবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় আজ বুধবার কাশ্মীরের বারামুল্লায় এক জনসভায় এই কথা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহ বলেছেন—‘একবার সংশোধিত ভোটার তালিকার সংশোধন নিশ্চিত হয়ে গেলে জম্মু–কাশ্মীরে শিগগিরই অবাধ ও মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ভাষণের সময় স্থানীয় মসজিদে আজান শুরু হলে অমিত শাহ তাঁর ভাষণ স্থগিত করেন।

ভারতের নতুন আইন অনুসারে গত আগস্ট থেকে শুরু হওয়া সংশোধিত ভোটার তালিকা হালনাগাদকরণ আগামী নভেম্বর মাসের ২৫ তারিখে শেষ হওয়ার কথা। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর এই প্রথম জম্মু–কাশ্মীরে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে অমিত শাহ বলেন, ‘অনেকেই বলেন, আমাদের পাকিস্তানের সঙ্গে আলোচনা করা উচিত। কেন আমরা আলোচনা করব? আমরা বরং গুজ্জার, পাহাড়ি এবং কাশ্মীরি যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলব।’

এ সময় তিনি পাকিস্তানের সঙ্গে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উন্নয়ন তুলনা করে বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কটি গ্রামে বিদ্যুৎ রয়েছে? কিন্তু আমরা গত তিন বছরে নিশ্চিত করেছি, কাশ্মীরের কোনো গ্রাম যেন বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে না থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত