কলকাতা প্রতিনিধি
জাতপাতের রাজনীতির জন্য পরিচিত উত্তর প্রদেশ। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নারী শক্তির ওপরই আস্থা রাখছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা ভোটে ৪০ শতাংশ আসনে নারীরাই কংগ্রেসের প্রার্থী হবেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'নারীদের স্বার্থেই পরিবর্তন জরুরি। নারীরাই করবেন পরিবর্তন।'
প্রায় তিন দশক আগে ভারতের সংসদীয় রাজনীতিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করতে জাতীয় সংসদে বিল পেশ করা হয়। কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের বিরোধিতায় এখনো বিলটি পাস হয়নি। ভারতের কোনো রাজনৈতিক দলই এ পর্যন্ত এক-তৃতীয়াংশ আসনে নারীদের প্রার্থী করেনি। তবে স্থানীয়স্তরে গ্রাম ও শহরের নির্বাচনে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা ভোট। কংগ্রেসের অবস্থা এ রাজ্যে খুবই করুণ। বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির পরে কংগ্রেসের অবস্থান। এই অবস্থায় প্রিয়াঙ্কা চাইছেন উত্তর প্রদেশ থেকেই দলকে চাঙা করতে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে জাতপাতের রাজনীতির মধ্যেও নারীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক মাসে নারীদের ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নারী নির্যাতনের বিরুদ্ধেই কাজ করতে চান প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে আন্দোলনরত কৃষকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চাপা মারা নিয়েও বিজেপির সমালোচনা করেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হয়েছে। উত্তর প্রদেশ থেকেই কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। লাগাতার আন্দোলনেরও ডাক দিয়েছেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, বিজেপি অবশ্য প্রিয়াঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা সিদ্ধার্থ সিং-এর মতে, পারিবারিক শাসনে কংগ্রেসের জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে। উত্তর প্রদেশে কোনো সম্ভাবনাই নেই প্রিয়াঙ্কাদের।
জাতপাতের রাজনীতির জন্য পরিচিত উত্তর প্রদেশ। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নারী শক্তির ওপরই আস্থা রাখছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা ভোটে ৪০ শতাংশ আসনে নারীরাই কংগ্রেসের প্রার্থী হবেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'নারীদের স্বার্থেই পরিবর্তন জরুরি। নারীরাই করবেন পরিবর্তন।'
প্রায় তিন দশক আগে ভারতের সংসদীয় রাজনীতিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করতে জাতীয় সংসদে বিল পেশ করা হয়। কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের বিরোধিতায় এখনো বিলটি পাস হয়নি। ভারতের কোনো রাজনৈতিক দলই এ পর্যন্ত এক-তৃতীয়াংশ আসনে নারীদের প্রার্থী করেনি। তবে স্থানীয়স্তরে গ্রাম ও শহরের নির্বাচনে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা ভোট। কংগ্রেসের অবস্থা এ রাজ্যে খুবই করুণ। বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির পরে কংগ্রেসের অবস্থান। এই অবস্থায় প্রিয়াঙ্কা চাইছেন উত্তর প্রদেশ থেকেই দলকে চাঙা করতে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে জাতপাতের রাজনীতির মধ্যেও নারীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক মাসে নারীদের ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নারী নির্যাতনের বিরুদ্ধেই কাজ করতে চান প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে আন্দোলনরত কৃষকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চাপা মারা নিয়েও বিজেপির সমালোচনা করেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হয়েছে। উত্তর প্রদেশ থেকেই কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। লাগাতার আন্দোলনেরও ডাক দিয়েছেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, বিজেপি অবশ্য প্রিয়াঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা সিদ্ধার্থ সিং-এর মতে, পারিবারিক শাসনে কংগ্রেসের জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে। উত্তর প্রদেশে কোনো সম্ভাবনাই নেই প্রিয়াঙ্কাদের।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৯ ঘণ্টা আগে