জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাসের মধ্যে মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে শুধু শেখ হাসিনা নয়, আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ও রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করবেন মোদী।
জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে যাবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বরের এ সম্মেলনে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে।
এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এবারের সম্মেলনে মোদী গ্লোবাল সাউথের দিকে নজর দিতে চান।
২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বৈশ্বিক মহামারি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গ্লোবাল সাউথ অঞ্চলে। তাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য, এ অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি তুলে ধরা।
জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাসের মধ্যে মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে শুধু শেখ হাসিনা নয়, আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ও রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করবেন মোদী।
জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে যাবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বরের এ সম্মেলনে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে।
এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এবারের সম্মেলনে মোদী গ্লোবাল সাউথের দিকে নজর দিতে চান।
২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বৈশ্বিক মহামারি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গ্লোবাল সাউথ অঞ্চলে। তাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য, এ অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি তুলে ধরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উর্সেস্টার কলেজে কয়েক দশক ধরে মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি পাত্রে পানীয় পরিবেশনের রীতি চালু ছিল। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে উঠে এসেছে এমন বিস্ময়কর তথ্য।
১ ঘণ্টা আগেব্রাজিলে এক যুবতী সাবেক প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে তাঁর বর্তমান প্রেমিকার বাড়িতে ‘শুভেচ্ছা উপহার’ হিসেবে ‘ইস্টার এগ’ বা ডিম্বাকৃতির এক ধরনের চকলেট পাঠিয়েছিলেন। আর সেই চকলেট খেয়ে সেই যুবকের ৭ বছরের এক শিশুপুত্র মারা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেভারতের চলতি এপ্রিল মাসের ক্যালেন্ডারে দেখা যায়, সরকারি ও ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৫ দিনের বেশি ছুটি রয়েছে। ৩০ দিনের মাসের মধ্যে ১৫ দিনের বেশি ছুটিতেই কেটে যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে ক্ষোভ প্রকাশ করেছেন হায়দরাবাদভিত্তিক একটি কোম্পানির সিইও (প্রধান নির্বাহী)।
২ ঘণ্টা আগে