কলকাতা প্রতিনিধি
ভারতের আর্থিক বিষয়ে দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। সোমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাঁকে কোন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তা অবশ্য জানা যায়নি।
রাহুল গান্ধী তাঁর বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি কার্যালয়ে হাজির হন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার তহবিল তছরুপের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদে হাজির হতে নোটিশ দিয়েছিল ইডি। প্রথম দফা দেওয়া তারিখে রাহুল বিদেশে থাকায় হাজির হতে পারেননি। সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনিও হাজির হননি।
ভারতের পার্লামেন্টের সদস্য রাহুল গান্ধীর ইডিতে হাজিরা দেওয়ার দিনে দেশজুড়ে আন্দোলন শুরু করে কংগ্রেস। পূর্বঘোষণামতোই কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভে শামিল হন। দিল্লির পাশাপাশি রাজ্যে রাজ্যে ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কেসি বেনুগোপাল, মল্লিকার্জুন খাগড়েসহ বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা। কংগ্রেসের অভিযোগ, প্রবীণ কংগ্রেস নেতা বেনুগোপালের সঙ্গে পুলিশ বাজে আচরণ করেছে।
বিভিন্ন জায়গায় কংগ্রেসকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই রাহুলকে হয়রানি করা হচ্ছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদরার অভিযোগ, নির্বাচন এলেই কংগ্রেস সমর্থকদের হেনস্তা করা হয়। তাঁকেও বহুবার দুর্নীতির অভিযোগে ডেকে হয়রানি করা হয়েছে। কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি ইডি।
এদিকে, কংগ্রেসের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর অভিযোগ, ২ হাজার কোটি টাকা তছরুপের হাত থেকে একটি পরিবারকে বাঁচাতেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তবে সত্য উদ্ঘাটনে সব রকম চেষ্টা সরকার চালাবে বলেও তিনি মন্তব্য করেন।
ভারতের আর্থিক বিষয়ে দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। সোমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাঁকে কোন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তা অবশ্য জানা যায়নি।
রাহুল গান্ধী তাঁর বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি কার্যালয়ে হাজির হন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার তহবিল তছরুপের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদে হাজির হতে নোটিশ দিয়েছিল ইডি। প্রথম দফা দেওয়া তারিখে রাহুল বিদেশে থাকায় হাজির হতে পারেননি। সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনিও হাজির হননি।
ভারতের পার্লামেন্টের সদস্য রাহুল গান্ধীর ইডিতে হাজিরা দেওয়ার দিনে দেশজুড়ে আন্দোলন শুরু করে কংগ্রেস। পূর্বঘোষণামতোই কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভে শামিল হন। দিল্লির পাশাপাশি রাজ্যে রাজ্যে ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কেসি বেনুগোপাল, মল্লিকার্জুন খাগড়েসহ বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা। কংগ্রেসের অভিযোগ, প্রবীণ কংগ্রেস নেতা বেনুগোপালের সঙ্গে পুলিশ বাজে আচরণ করেছে।
বিভিন্ন জায়গায় কংগ্রেসকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই রাহুলকে হয়রানি করা হচ্ছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদরার অভিযোগ, নির্বাচন এলেই কংগ্রেস সমর্থকদের হেনস্তা করা হয়। তাঁকেও বহুবার দুর্নীতির অভিযোগে ডেকে হয়রানি করা হয়েছে। কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি ইডি।
এদিকে, কংগ্রেসের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর অভিযোগ, ২ হাজার কোটি টাকা তছরুপের হাত থেকে একটি পরিবারকে বাঁচাতেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তবে সত্য উদ্ঘাটনে সব রকম চেষ্টা সরকার চালাবে বলেও তিনি মন্তব্য করেন।
এই আইনি পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি স্থগিত করেছে এবং আরও ১ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে।
১৯ মিনিট আগেনতুন ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) তৈরি ও লেনদেন যাচাইয়ের জন্য ব্যবহৃত পদ্ধতি—ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে এই অপরাধীরা বেআইনি অর্থ আড়াল করার হাতিয়ারে পরিণত করেছে। ২০২৩ সালের জুনে লিবিয়ার এক সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় একটি বেআইনি ক্রিপ্টোকারেন্সি মাইনিং কেন্দ্র থেকে ৫০ জন চীনা নাগরিককে...
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত। গতকাল সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেন, তিনি ‘যেকোনো শান্তি উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব’ রাখেন এবং আশা করেন কিয়েভও ‘একইরকম মনোভাব রাখবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাঁকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার...
৩ ঘণ্টা আগে