Ajker Patrika

শেখ হাসিনার জন্মদিনে কলকাতায় বই প্রকাশ

কলকাতা প্রতিনিধি
শেখ হাসিনার জন্মদিনে কলকাতায় বই প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে `শেখ হাসিনা দ্য স্টোরি অফ এ ব্লোসোমিং বাংলাদেশ' বইটির আনুষ্ঠানিক প্রকাশ হলো কলকাতায়। পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখার্জি আনুষ্ঠানিকভাবে বইটি উন্মোচন করেন।

বইটি সম্পাদনা করেছেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ড. মফাককেরুল ইকবাল। চার দশক ধরে আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার জীবনের নানা চড়াই-উতরাই স্থান পেয়েছে বইটিতে।

দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মন্ত্রী সুব্রত মুখার্জি শেখ হাসিনার অসাম্প্রদায়িক রাজনীতি এবং বাংলাদেশের আর্থিক উন্নয়নে তাঁর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করেন। তাঁর মতে, সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে হাসিনার সুযোগ্য নেতৃত্বের গুণে।

বইটির সম্পাদক মফাককেরুল জানান, বইটি সম্পাদনা করা তাঁর কাছে বেশ চিত্তাকর্ষক। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতখানি শ্রদ্ধা করেন সেটি তিনি বইটি সম্পাদনার সময় টের পেয়েছেন।

ড. পবিত্র সরকার, তরুণ গাঙ্গুলি, সর্দার আমজাদ আলি, মানস ঘোষের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব বইটিতে লিখেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি হিসেবে শেখ হাসিনার উত্তরণ ফুটে উঠেছে বইটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত