অনলাইন ডেস্ক
ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন কংগ্রেস থেকে ১৬ মাস আগে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত বছরের মার্চে তিনি কংগ্রেস ছেড়েছিলেন।
কংগ্রেস ছাড়ার সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, মধ্য প্রদেশে কংগ্রেসের ১৫ মাসের শাসনামলে দুর্নীতির ছড়াছড়ি ছিল। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়নি।
গুঞ্জন শোনা গেছে, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়রের রাজ পরিবারের শেষ মহারাজা জীবজীরাও সিন্ধিয়ার নাতি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুনা জেলা থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। ২০০৪ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল নিয়ে সারা দিনই আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। দপ্তর বদল থেকে শুরু করে মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ যুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী নিজেদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করেছেন। পরে এর সঙ্গে যোগ দেন আরও ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী। তাঁদের সবার পদত্যাগপত্র ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াসহ নানা কারণেই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছিল মোদি সরকার। সেই ঘোষণা মেনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে সবাই অবশ্য নতুন নন। কেউ কেউ পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। একেবারে নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভায় ৩৬ জন যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন কংগ্রেস থেকে ১৬ মাস আগে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত বছরের মার্চে তিনি কংগ্রেস ছেড়েছিলেন।
কংগ্রেস ছাড়ার সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, মধ্য প্রদেশে কংগ্রেসের ১৫ মাসের শাসনামলে দুর্নীতির ছড়াছড়ি ছিল। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়নি।
গুঞ্জন শোনা গেছে, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়রের রাজ পরিবারের শেষ মহারাজা জীবজীরাও সিন্ধিয়ার নাতি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুনা জেলা থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। ২০০৪ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল নিয়ে সারা দিনই আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। দপ্তর বদল থেকে শুরু করে মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ যুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী নিজেদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করেছেন। পরে এর সঙ্গে যোগ দেন আরও ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী। তাঁদের সবার পদত্যাগপত্র ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াসহ নানা কারণেই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছিল মোদি সরকার। সেই ঘোষণা মেনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে সবাই অবশ্য নতুন নন। কেউ কেউ পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। একেবারে নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভায় ৩৬ জন যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৭ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৫ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৬ ঘণ্টা আগে