ঢাকা: কোভিড চিকিৎসায় গরুর গোবর ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো এতে অন্য রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতীয় চিকিৎসকেরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, করোনা থেকে বাঁচতে অনেকেই স্রেফ বিশ্বাস থেকে গরুর গোবর শরীরে মাখছেন। কিন্তু এর কোনো কার্যকারিতা নেই।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জেএ জয়লাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোমূত্র বা গোবর কোভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এর সপক্ষে বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে বরং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণি থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।
আহমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, দল বেঁধে গোমূত্র ও গোবর শরীরে মাখার আয়োজন করা হয়। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে। এ কারণে তাঁরা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু এলাকার মানুষ সপ্তাহে একদিন গোমূত্র বা গোবর শরীরে মেখে থাকেন। তাঁদের বিশ্বাস গোমূত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি করোনাভাইরাস থেকে রক্ষায় ভূমিকা রাখে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে মনে করে থাকেন।
উল্লেখ্য, ভারতে করোনায় এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও ওষুধ সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের সংক্রমণের প্রকৃত পরিসংখ্যান সরকারি সংখ্যার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ হতে পারে।
ঢাকা: কোভিড চিকিৎসায় গরুর গোবর ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো এতে অন্য রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতীয় চিকিৎসকেরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, করোনা থেকে বাঁচতে অনেকেই স্রেফ বিশ্বাস থেকে গরুর গোবর শরীরে মাখছেন। কিন্তু এর কোনো কার্যকারিতা নেই।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জেএ জয়লাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোমূত্র বা গোবর কোভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এর সপক্ষে বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে বরং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণি থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।
আহমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, দল বেঁধে গোমূত্র ও গোবর শরীরে মাখার আয়োজন করা হয়। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে। এ কারণে তাঁরা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু এলাকার মানুষ সপ্তাহে একদিন গোমূত্র বা গোবর শরীরে মেখে থাকেন। তাঁদের বিশ্বাস গোমূত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি করোনাভাইরাস থেকে রক্ষায় ভূমিকা রাখে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে মনে করে থাকেন।
উল্লেখ্য, ভারতে করোনায় এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও ওষুধ সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের সংক্রমণের প্রকৃত পরিসংখ্যান সরকারি সংখ্যার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ হতে পারে।
কেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন-বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আইয়ের গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্টে। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
৩১ মিনিট আগেভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর জন্য অভিবাসী, বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের মানুষকে দায়ী করছেন। একজন মন্তব্য করেন, ‘গুজরাটি, পাঞ্জাবি, গোয়ানিজরা যুক্তরাজ্যের জন্য এক ঝামেলা। ট্রাম্পের উচিত দ্রুত যুক্তরাজ্য দখল করা।’ আরও একজন লিখেছেন, ‘ভারতের সম্মান নষ্ট করার জন্য অন্য দেশের
১ ঘণ্টা আগেপরিবারের অমতে বিয়ে করায় বিয়ের এক বছর পর গুলি করে হত্যা করা হলো এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে
৪ ঘণ্টা আগেঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী, আদিবাসী আন্দোলনের অগ্রপথিক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও কিডনির জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সোমবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
৪ ঘণ্টা আগে