ঢাকা: কোভিড চিকিৎসায় গরুর গোবর ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো এতে অন্য রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতীয় চিকিৎসকেরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, করোনা থেকে বাঁচতে অনেকেই স্রেফ বিশ্বাস থেকে গরুর গোবর শরীরে মাখছেন। কিন্তু এর কোনো কার্যকারিতা নেই।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জেএ জয়লাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোমূত্র বা গোবর কোভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এর সপক্ষে বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে বরং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণি থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।
আহমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, দল বেঁধে গোমূত্র ও গোবর শরীরে মাখার আয়োজন করা হয়। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে। এ কারণে তাঁরা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু এলাকার মানুষ সপ্তাহে একদিন গোমূত্র বা গোবর শরীরে মেখে থাকেন। তাঁদের বিশ্বাস গোমূত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি করোনাভাইরাস থেকে রক্ষায় ভূমিকা রাখে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে মনে করে থাকেন।
উল্লেখ্য, ভারতে করোনায় এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও ওষুধ সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের সংক্রমণের প্রকৃত পরিসংখ্যান সরকারি সংখ্যার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ হতে পারে।
ঢাকা: কোভিড চিকিৎসায় গরুর গোবর ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো এতে অন্য রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতীয় চিকিৎসকেরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, করোনা থেকে বাঁচতে অনেকেই স্রেফ বিশ্বাস থেকে গরুর গোবর শরীরে মাখছেন। কিন্তু এর কোনো কার্যকারিতা নেই।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জেএ জয়লাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোমূত্র বা গোবর কোভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এর সপক্ষে বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে বরং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণি থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।
আহমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, দল বেঁধে গোমূত্র ও গোবর শরীরে মাখার আয়োজন করা হয়। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে। এ কারণে তাঁরা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু এলাকার মানুষ সপ্তাহে একদিন গোমূত্র বা গোবর শরীরে মেখে থাকেন। তাঁদের বিশ্বাস গোমূত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি করোনাভাইরাস থেকে রক্ষায় ভূমিকা রাখে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে মনে করে থাকেন।
উল্লেখ্য, ভারতে করোনায় এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও ওষুধ সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের সংক্রমণের প্রকৃত পরিসংখ্যান সরকারি সংখ্যার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ হতে পারে।
মূলত তিনি ইতালির নাগরিক। তবে, তার জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তার বাবা-মা। পরে, সেখানেই থাকতে জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনদের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
১১ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৩ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
৩ ঘণ্টা আগে