Ajker Patrika

মরবি সেতু ধস নিয়ে ‘টুইট করায়’ গুজরাটে সাকেত গোখলে গ্রেপ্তার, দাবি তৃণমূলের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২: ৫৭
মরবি সেতু ধস নিয়ে ‘টুইট করায়’ গুজরাটে সাকেত গোখলে গ্রেপ্তার, দাবি তৃণমূলের

ভারতের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে গতকাল সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। তৃণমূল কংগ্রেস বলেছে, মোরবি ব্রিজ ধসের বিষয়ে টুইটারে পোস্ট করার কারণে ক্ষমতাসীন বিজেপি ‘রাজনৈতিক প্রতিহিংসার’ বশবর্তী হয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মরবি সেতু বিষয়ে সুনির্দিষ্ট কোন পোস্টের জন্য সাকেত গোখলেকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলেনি তৃণমূল। তবে বিজেপি সরকারের ফ্যাক্ট-চেক ইউনিট সম্প্রতি গোখলের একটি টুইট শনাক্ত করেছে, যেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মরবি সফরের সময় ৩০ কোটি রুপি খরচ হয়েছে বলে খবর প্রকাশ করেছে আরটিআই।’ 

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বলেছে, তাঁর এই দাবি ভিত্তিহীন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের জ্যেষ্ঠ নেতা ডেরেক ও ব্রায়েন এক টুইটারে বলেছেন, সাকেত গোখলে সোমবার রাতে নয়াদিল্লি থেকে রাজস্থানের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাজস্থান বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করেছে। 

ডেরেক ও ব্রায়েন আরও বলেছেন, সোমবার দিবাগত রাত ২টার সময় সাকেত তাঁর মাকে ফোন করে বলেছিলেন, পুলিশ তাঁকে আহমেদাবাদে নিয়ে যাচ্ছে। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তিনি হয়তো আহমেদাবাদে পৌঁছাবেন। পুলিশ তাঁকে দুই মিনিটের জন্য ফোন করতে দিয়েছিল এবং পরে তাঁর কাছ থেকে ফোন ও অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয়। 

এদিকে বার্তা সংস্থা পিটিআই বলেছে, জয়পুর বিমানবন্দরের পুলিশ ইনচার্জ দিগপাল সিং জানিয়েছেন, তাঁদের কাছে সাকেত গোখলেকে গ্রেপ্তারের কোনো তথ্য নেই। তাঁরা এ ব্যাপারে কিছু জানেন না। 

গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবি শহরে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। এ দুর্ঘটনার তদন্তে পৌর কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করা হয় এবং বলা হয়, ঠিকাদার প্রতিষ্ঠান সংস্কারের সঠিক নিয়ম অনুসরণ করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত