প্রতিনিধি, কলকাতা
তৃতীয় দফার ভোটের আগে আরও জমজমাট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার। হেলিকপ্টারে চেপে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন উভয় পক্ষের নেতারা।
বিজেপি প্রার্থীদের হয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেছেন। কম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি সভা করেছেন চারটি। এ ছাড়া অন্যান্য তারকা প্রচারকেরা তো রয়েছেনই।
এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সব জায়গাতেই উঠে আসছে ‘খেলা হবে’ কথাটি। মোদি ও মমতা দুজনের মুখেই, ‘খেলা হবে’। আজও শোনা গেল—খেলা হবে! তবে দু-পক্ষের খেলা দু রকমের। তৃণমূল ও বিজেপির প্রচারের আলোয় বাম-কংগ্রেস জুটি অবশ্য অনেকটাই পেছনে পড়ে গেছে।
প্রথম দু-দফার ভোটপর্ব শেষ হয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে আগামী ২ মে।
এরই মধ্যে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র নন্দীগ্রামেও। এবার সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন তৃণমূলেরই দলত্যাগী নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
নন্দীগ্রামে ভোটপর্ব শেষ হলেও বাকি আসনের জন্য প্রচারের ঝড় তুলছেন মমতা। তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। বিজেপি বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজ্য দখল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও মমতার বক্তব্যের জবাব দিচ্ছেন। হরিপাল ও সোনারপুরের সভা থেকে সুর করে, মমতাকে ‘দি-দি’ বলে সম্বোধন করে কটাক্ষ করে মোদি বলেন, ‘বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা। এত তিক্ততা কোথা থেকে পান দিদি?’
আমফানের সময় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূল লুট করেছে অভিযোগ তুলে মোদি বলেন, ‘দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না।’
পাল্টা আক্রমণে ভুল করেননি মমতাও। তাঁর বক্তব্য, বিজেপি মিথ্যা কথা বলছে। ছদ্মবেশী ধার্মিক পেছন থেকে ছুরি মারে। তাঁর সাফকথা, ‘বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও।’ বিভাজন ঘটাতে চাইছে বাংলার, এ দাবীও করেন তিনি।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার সেখানে শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৮৬টি কেন্দ্রে ভোট হয়ে গেছে।
আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও তামিলনাডু, কেরালা ও পণ্ডীচেরিতেও ভোট হবে। এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হচ্ছে। পাঁচ রাজ্যের এবারের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভোটেই প্রমাণ হবে, বিজেপির মোদি-ম্যাজিক কতটা কাজ করছে ভারতের রাজনীতিতে।
বামদের কাছে এখন চ্যালেঞ্জ, একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় সরকার ধরে রাখা। তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা অস্তিত্বের লড়াই, তেমনি কংগ্রেসের উত্তর–পূর্বাঞ্চলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ভর করছে আসামের ওপরই। তাই গোটা দেশের নজর এই পাঁচ রাজ্যে।
তৃতীয় দফার ভোটের আগে আরও জমজমাট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার। হেলিকপ্টারে চেপে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন উভয় পক্ষের নেতারা।
বিজেপি প্রার্থীদের হয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেছেন। কম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি সভা করেছেন চারটি। এ ছাড়া অন্যান্য তারকা প্রচারকেরা তো রয়েছেনই।
এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সব জায়গাতেই উঠে আসছে ‘খেলা হবে’ কথাটি। মোদি ও মমতা দুজনের মুখেই, ‘খেলা হবে’। আজও শোনা গেল—খেলা হবে! তবে দু-পক্ষের খেলা দু রকমের। তৃণমূল ও বিজেপির প্রচারের আলোয় বাম-কংগ্রেস জুটি অবশ্য অনেকটাই পেছনে পড়ে গেছে।
প্রথম দু-দফার ভোটপর্ব শেষ হয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে আগামী ২ মে।
এরই মধ্যে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র নন্দীগ্রামেও। এবার সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন তৃণমূলেরই দলত্যাগী নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
নন্দীগ্রামে ভোটপর্ব শেষ হলেও বাকি আসনের জন্য প্রচারের ঝড় তুলছেন মমতা। তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। বিজেপি বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজ্য দখল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও মমতার বক্তব্যের জবাব দিচ্ছেন। হরিপাল ও সোনারপুরের সভা থেকে সুর করে, মমতাকে ‘দি-দি’ বলে সম্বোধন করে কটাক্ষ করে মোদি বলেন, ‘বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা। এত তিক্ততা কোথা থেকে পান দিদি?’
আমফানের সময় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূল লুট করেছে অভিযোগ তুলে মোদি বলেন, ‘দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না।’
পাল্টা আক্রমণে ভুল করেননি মমতাও। তাঁর বক্তব্য, বিজেপি মিথ্যা কথা বলছে। ছদ্মবেশী ধার্মিক পেছন থেকে ছুরি মারে। তাঁর সাফকথা, ‘বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও।’ বিভাজন ঘটাতে চাইছে বাংলার, এ দাবীও করেন তিনি।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার সেখানে শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৮৬টি কেন্দ্রে ভোট হয়ে গেছে।
আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও তামিলনাডু, কেরালা ও পণ্ডীচেরিতেও ভোট হবে। এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হচ্ছে। পাঁচ রাজ্যের এবারের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভোটেই প্রমাণ হবে, বিজেপির মোদি-ম্যাজিক কতটা কাজ করছে ভারতের রাজনীতিতে।
বামদের কাছে এখন চ্যালেঞ্জ, একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় সরকার ধরে রাখা। তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা অস্তিত্বের লড়াই, তেমনি কংগ্রেসের উত্তর–পূর্বাঞ্চলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ভর করছে আসামের ওপরই। তাই গোটা দেশের নজর এই পাঁচ রাজ্যে।
ইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
২২ মিনিট আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ের মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।
৪৪ মিনিট আগেপাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে