Ajker Patrika

ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে পুতিন-মোদি আলোচনা

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২: ৫৯
ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে পুতিন-মোদি আলোচনা

ইউক্রেনের খারকিভ শহরে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধান ভিডিও কলের মাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। 

ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। 

এর আগে গত ১ মার্চ ইউক্রেনের খারকিভ শহরে রুশ বাহিনীর বোমা হামলায় নবীন শেখরপ্পা নামে ভারতীয় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনে মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ভারতের কর্ণাটকের হাভেরিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ওই সকালে ভারতীয় দূতাবাস শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিককে যেকোনোভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ ত্যাগ করার অনুরোধ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে, ‘মঙ্গলবার সকালে ভারতীয় এক শিক্ষার্থী ইউক্রেনের খারকিভে বোমা হামলায় মারা গেছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ 

এরই মধ্যে অনেক শিক্ষার্থী পায়ে হেঁটে ইউক্রেন ত্যাগ করতে শুরু করেছে। এ রকমই এক ভারতীয় শিক্ষার্থী রেবা জানান, টানা দুই দিন হেঁটেছেন তাঁরা। কোথাও কোনো আশ্রয় পাননি। তবে কখনো কখনো মাথার ওপর দিয়ে বিমান উড়ে গেলে হামলার ভয়ে তাঁরা আশ্রয় নিয়েছেন রাস্তার ধারের জঙ্গল বা শস্যখেতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত