Ajker Patrika

ভারতের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বিজেপির অভিযোগ, প্রতিমন্ত্রীর মিছিলে গুলি করে ও বোমা নিয়ে হামলা চালানো হয়। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস এ অভিযোগ অস্বীকার করেছে। 

কোচবিহারের দিনহাটায় এদিন সকালে বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। বিপরীত দিকেই কালো পতাকা দেখানোর কর্মসূচি নেয় তৃণমূল। উভয় দলের সমর্থকদের মধ্যে এই নিয়ে সংঘর্ষ বাঁধে। কেন্দ্রীয় আধা সেনার নিরাপত্তা বলয়ের মধ্যেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। 

হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রতিমন্ত্রীর গাড়ি। ছবি: সংগৃহীত হামলার শিকার প্রতিমন্ত্রী বলেন, ‘সাহস থাকলে তৃণমূল আমার বুকে গুলি চালাক। এখানে আগে থেকেই আমাদের ওপর হামলার ছক করা হয়েছিল।’ 

স্থানীয় তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী উদয়ণ গুহ বলেন, ‘নিশীথ মিথ্যাবাদী। ওর মতো দ্বিচারিতা, রাজনীতিতে কেউ করে না। ও নিজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজবিরোধীদের নিয়ে দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য। বুড়ির হাটে গিয়ে আমাদের কর্মীদের বাইক ভাঙচুর করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত