Ajker Patrika

ডেঙ্গু বাংলাদেশ থেকে ত্রিপুরায় ছড়াচ্ছে দাবি স্বাস্থ্য কর্মকর্তার 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮: ২৩
ডেঙ্গু বাংলাদেশ থেকে ত্রিপুরায় ছড়াচ্ছে দাবি স্বাস্থ্য কর্মকর্তার 

ভারতের ত্রিপুরায় গত কয়েক দিনে ৯২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এদের বেশির ভাগই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সিপাহিজালাতে। গতকাল বৃহস্পতিবার একজন কর্মকর্তা জানিয়েছেন। দাবি করা হচ্ছে, প্রতিবেশী বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে। ভারতের সংবাদমাধ্যম আউটলুক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাজ্যের পরিবারকল্যাণ ও প্রতিরোধমূলক ওষুধ ব্যবস্থার পরিচালক সুপ্রিয়া মল্লিক পিটিআইকে জানিয়েছেন, রাজ্যে এখনো ডেঙ্গুর কারণে কোনো মৃত্যু হয়নি। তবে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সুপ্রিয়া মল্লিক বলেন, মোট ৯২ জনের মধ্যে ৮৪ জনই সিপাহিজালার ধনপুর এবং মেলাঘরে শনাক্ত হয়েছে। বাকিদের পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালায় পাওয়া গেছে। ডেঙ্গু পরীক্ষা ও নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ছয় সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তের তিনটি ইমিগ্রেশন চেকপোস্টেও পরীক্ষা করা হচ্ছে। 

প্রতিবেশী বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে দাবি করে মল্লিক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এডিস মশা বাংলাদেশ থেকে আসছে এবং সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ধনপুর ও কাঁঠালিয়া হাসপাতালে প্রয়োজনীয় কিট ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

এদিকে মেলাঘরে জ্বর ও অন্যান্য জটিলতায় মারা যাওয়া ৭২ বছর বয়সী ব্যক্তির বিষয়ে মল্লিক বলেন, মৃত্যুটি আসলেই ডেঙ্গু বা অন্য কিছুর কারণে হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত