মায়ের হত্যাকাণ্ডের সময় অর্থাৎ ২০১৫ সালে আরিয়ানের বয়স ছিল মাত্র চার বছর। বাবা এবং দাদা–দাদির নির্যাতনে মায়ের মারা যাওয়ার বিষয়টি নিজ চোখে দেখেছিল সে। সেই ৪ বছরের আরিয়ানের বয়স এখন ১১ এবং তাঁর দেওয়া সাক্ষ্যের ভিত্তিতেই তার বাবা ও দাদা–দাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে আরিয়ানের বাবা অশোক সিং, তার দাদা মুন্নালাল এবং দাদি সাবিত্রী সিং মিলে যৌতুকের দাবিতে তার মা সাধনা সিংকে পুড়িয়ে হত্যা করে। অভিযুক্তদের বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল। সাধনা সিং আগুনে পুড়ে মরার আগে দেওয়া এক জবানবন্দিতে জানিয়েছিলে, কারা তাঁকে পুড়িয়ে দিয়েছে।
ভারতের উত্তর প্রদেশের আলী গড় জেলার সরকারি কৌঁসুলি অমর সিং তোমার বলেন, ‘তাঁর (সাধনা) সারা শরীর পুড়ে গিয়েছিল, কেবল মুখমণ্ডলই অক্ষত ছিল। ভাগ্য ভালো যে, চিকিৎসকেরা সময়মতো পুলিশকে ডাকতে পেরেছিল। এবং পুলিশ তাঁর জবানবন্দি রেকর্ড করার কিছু ক্ষণের মধ্যেই তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগে বলে যান, তাঁর স্বামী এবং শ্বশুর–শাশুড়ি মিলে তাঁর গায়ে আগুন দিয়েছে।’
সাধনাকে নির্যাতনের প্রমাণ দিয়েছেন তাঁর বাবা–মাও। তাঁরা আদালতকে বলেন, সাধনাকে আলীগড়ে তাদের বাড়িতে মারধর করা হয়েছিল। তারা আরও বলেন, ‘সাধনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেছে যে সে আমাদের কাছ থেকে স্বামীর মোটরসাইকেল কেনার জন্য ১ হাজার ডলার নিয়ে যায়।’
তবে সবচেয়ে বেদনাদায়ক সাক্ষ্য দিয়েছে সাধনার ছেলে। বর্তমানে ১২ বছরের আরিয়ানের সামনেই তাঁর মাকে হত্যা করা হয়। মায়ের যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় আরিয়ানের বড় বোন—যার বয়স তখন ৬ বছর ছিল—বাড়িতে ছিল না। হত্যাকারীরা আরিয়ান ছোট থাকায় তাকে অন্য কোথাও সরিয়ে দেওয়ার কথা চিন্তা করেনি। যাই হোক, ২০১৫ সালের হত্যাকাণ্ডের মামলাটির বিচার শুরু হয় ২০২০ সালে। হত্যাকাণ্ডের পর থেকেই আরিয়ানের বাবা, দাদা–দাদি কারাগারে রয়েছেন। এবং আরিয়ান ও তার বোনা এখন তাদের নানা–নানির সঙ্গে বাস করে।
সর্বশেষ আদালতে বাবা এবং দাদা–দাদির বিরুদ্ধে সাক্ষ্য দেয় আরিয়ান। বিষয়টি উল্লেখ করে অমর সিং তোমার বলেন, ‘আরিয়ান আদালতে জানিয়েছে, তার বাবা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মাকে মারধর শুরু করে। পরে তাঁর সঙ্গে দাদা-দাদিও যোগ দেয়। মারধরের একপর্যায়ে তাঁরা রান্নাঘর থেকে কিছু কেরোসিন এনে আরিয়ানের মায়ের গায়ে ছুড়ে দেয়। এরপর আরিয়ানের দাদা আরিয়ানের বাবাকে বলেন, “যাও, ম্যাচ জ্বালিয়ে দাও”।’
ভারতের ইতিহাসে আদালতে অপ্রাপ্তবয়স্কদের সাক্ষ্য গ্রহণ খুবই বিরল ঘটনা। সাক্ষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরিয়ানকে ভারতীয় আইন অনুসারে আদালতে প্রমাণ করতে হয়েছিল যে, তিনি তাকে করা প্রশ্নগুলো ঠিকমতো বুঝতে পারে, যুক্তিযুক্ত উত্তর দিতে পারে এবং প্রমাণ করতে পারে যে, সে সত্য উত্তর দেওয়ার গুরুত্ব বুঝতে পেরেছিল। এরপরও বিপক্ষ আইনজীবী আরিয়ানকে ভুয়া ও সাজানো সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছিল। তবে সেগুলো আদালতে ধোপে টেকেনি।
মায়ের হত্যাকাণ্ডের সময় অর্থাৎ ২০১৫ সালে আরিয়ানের বয়স ছিল মাত্র চার বছর। বাবা এবং দাদা–দাদির নির্যাতনে মায়ের মারা যাওয়ার বিষয়টি নিজ চোখে দেখেছিল সে। সেই ৪ বছরের আরিয়ানের বয়স এখন ১১ এবং তাঁর দেওয়া সাক্ষ্যের ভিত্তিতেই তার বাবা ও দাদা–দাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে আরিয়ানের বাবা অশোক সিং, তার দাদা মুন্নালাল এবং দাদি সাবিত্রী সিং মিলে যৌতুকের দাবিতে তার মা সাধনা সিংকে পুড়িয়ে হত্যা করে। অভিযুক্তদের বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল। সাধনা সিং আগুনে পুড়ে মরার আগে দেওয়া এক জবানবন্দিতে জানিয়েছিলে, কারা তাঁকে পুড়িয়ে দিয়েছে।
ভারতের উত্তর প্রদেশের আলী গড় জেলার সরকারি কৌঁসুলি অমর সিং তোমার বলেন, ‘তাঁর (সাধনা) সারা শরীর পুড়ে গিয়েছিল, কেবল মুখমণ্ডলই অক্ষত ছিল। ভাগ্য ভালো যে, চিকিৎসকেরা সময়মতো পুলিশকে ডাকতে পেরেছিল। এবং পুলিশ তাঁর জবানবন্দি রেকর্ড করার কিছু ক্ষণের মধ্যেই তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগে বলে যান, তাঁর স্বামী এবং শ্বশুর–শাশুড়ি মিলে তাঁর গায়ে আগুন দিয়েছে।’
সাধনাকে নির্যাতনের প্রমাণ দিয়েছেন তাঁর বাবা–মাও। তাঁরা আদালতকে বলেন, সাধনাকে আলীগড়ে তাদের বাড়িতে মারধর করা হয়েছিল। তারা আরও বলেন, ‘সাধনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেছে যে সে আমাদের কাছ থেকে স্বামীর মোটরসাইকেল কেনার জন্য ১ হাজার ডলার নিয়ে যায়।’
তবে সবচেয়ে বেদনাদায়ক সাক্ষ্য দিয়েছে সাধনার ছেলে। বর্তমানে ১২ বছরের আরিয়ানের সামনেই তাঁর মাকে হত্যা করা হয়। মায়ের যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় আরিয়ানের বড় বোন—যার বয়স তখন ৬ বছর ছিল—বাড়িতে ছিল না। হত্যাকারীরা আরিয়ান ছোট থাকায় তাকে অন্য কোথাও সরিয়ে দেওয়ার কথা চিন্তা করেনি। যাই হোক, ২০১৫ সালের হত্যাকাণ্ডের মামলাটির বিচার শুরু হয় ২০২০ সালে। হত্যাকাণ্ডের পর থেকেই আরিয়ানের বাবা, দাদা–দাদি কারাগারে রয়েছেন। এবং আরিয়ান ও তার বোনা এখন তাদের নানা–নানির সঙ্গে বাস করে।
সর্বশেষ আদালতে বাবা এবং দাদা–দাদির বিরুদ্ধে সাক্ষ্য দেয় আরিয়ান। বিষয়টি উল্লেখ করে অমর সিং তোমার বলেন, ‘আরিয়ান আদালতে জানিয়েছে, তার বাবা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মাকে মারধর শুরু করে। পরে তাঁর সঙ্গে দাদা-দাদিও যোগ দেয়। মারধরের একপর্যায়ে তাঁরা রান্নাঘর থেকে কিছু কেরোসিন এনে আরিয়ানের মায়ের গায়ে ছুড়ে দেয়। এরপর আরিয়ানের দাদা আরিয়ানের বাবাকে বলেন, “যাও, ম্যাচ জ্বালিয়ে দাও”।’
ভারতের ইতিহাসে আদালতে অপ্রাপ্তবয়স্কদের সাক্ষ্য গ্রহণ খুবই বিরল ঘটনা। সাক্ষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরিয়ানকে ভারতীয় আইন অনুসারে আদালতে প্রমাণ করতে হয়েছিল যে, তিনি তাকে করা প্রশ্নগুলো ঠিকমতো বুঝতে পারে, যুক্তিযুক্ত উত্তর দিতে পারে এবং প্রমাণ করতে পারে যে, সে সত্য উত্তর দেওয়ার গুরুত্ব বুঝতে পেরেছিল। এরপরও বিপক্ষ আইনজীবী আরিয়ানকে ভুয়া ও সাজানো সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছিল। তবে সেগুলো আদালতে ধোপে টেকেনি।
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত করছাড় বিল কংগ্রেসে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। শুক্রবার (১৬ মে) হাউস বাজেট কমিটিতে প্রস্তাবটি প্রাথমিক ধাপেই আটকে যায়, কারণ রিপাবলিকান দলের কট্টরপন্থী সদস্যরা আরও বড় পরিসরে খরচ কমানোর দাবিতে বিলটি আটকে দেন। এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য
৪ ঘণ্টা আগেভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার (১৬ মে) নিউইয়র্কের চৌতকোয়া শহরের আদালত এই রায় ঘোষণা করেন। গত ফেব্রুয়ারিতে নিউজার্সির ২৭ বছর বয়সী হাদি মাতারকে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে দোষী
৫ ঘণ্টা আগেব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে একমত হয়ে জানিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান ‘অগ্রহণযোগ্য’। এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পরামর্শ হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার...
৫ ঘণ্টা আগে