অনলাইন ডেস্ক
কারাগার থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে নানা বিতর্কের মধ্যেই প্রথম আদেশ জারি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ রোববার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) হেফাজতে বন্দী থাকা অবস্থায় তিনি রাজধানীর পানি সরবরাহ বিষয়ে একটি আদেশ জারি করেন। দিল্লির মন্ত্রী অতিশি মারলেনা সিংয়ের কাছে একটি চিরকুট দেওয়ার মাধ্যমে এ আদেশ জারি করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দুর্নীতির অভিযোগে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আম আদমি পার্টির (এএপি) এই নেতাকে গ্রেপ্তার করে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দায়িত্বে তাঁর এক সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন ভারতের এক বিচারিক আদালত। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বলছে, কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে।
এএপির তরফ থেকে বেশ স্পষ্ট করেই বলা হয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন। যদিও কোনো আইনই তাঁকে এ দায়িত্ব পালন করতে বাধা দেয় না, তবে কারাগারের কঠোর নিয়ম এটি বেশ কঠিন করে তুলবে।
দিল্লির তিহার জেলের এক সাবেক আইন আধিকারিক সুনীল গুপ্ত বলেন, একজন বন্দী সপ্তাহে মাত্র দুটি বৈঠক করতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুপ্ত বলেন, ‘কারাগার থেকে সরকার চালানো সহজ কাজ নয়। কারাগারের নিয়ম অনুসারে, আপনি পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে সপ্তাহে শুধু দুবার দেখা করতে পারবেন। তাই এসব বিধিনিষেধ দিয়ে শাসন করা তাঁর জন্য সহজ হবে না।’
তবে এর একটি উপায় আছে। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে পারেন, যদি কর্তৃপক্ষ তাঁকে গৃহবন্দী করে। তবে এর জন্য লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার অনুমোদন লাগবে।
গুপ্ত বলেন, ‘প্রশাসকের যেকোনো ভবনকে কারাগার ঘোষণা করার এখতিয়ার রয়েছে।’ অতীতের কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একবার আদালত ভবনগুলোকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়। এ ধরনের পদক্ষেপ কেজরিওয়ালকে কারাগার থেকে শাসন চালিয়ে যেতে সহায়তা করতে পারে।
কিন্তু কেন্দ্রের মনোনীত প্রার্থী এবং এএপি সরকারের মধ্যে সংঘর্ষের ইতিহাসের পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় থেকে এমন নির্দেশ আসা সম্ভব বলে মনে হয় না।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেজরিওয়ালের পদত্যাগ না করার প্রভাবগুলো যাচাই করে দেখছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন, কেজরিওয়াল যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তারকৃত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এ নিয়ম অনুসরণ করা হয়। তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার বেশ কয়েকটি নজির রয়েছে।
কারাগার থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে নানা বিতর্কের মধ্যেই প্রথম আদেশ জারি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ রোববার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) হেফাজতে বন্দী থাকা অবস্থায় তিনি রাজধানীর পানি সরবরাহ বিষয়ে একটি আদেশ জারি করেন। দিল্লির মন্ত্রী অতিশি মারলেনা সিংয়ের কাছে একটি চিরকুট দেওয়ার মাধ্যমে এ আদেশ জারি করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দুর্নীতির অভিযোগে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আম আদমি পার্টির (এএপি) এই নেতাকে গ্রেপ্তার করে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দায়িত্বে তাঁর এক সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন ভারতের এক বিচারিক আদালত। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বলছে, কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে।
এএপির তরফ থেকে বেশ স্পষ্ট করেই বলা হয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন। যদিও কোনো আইনই তাঁকে এ দায়িত্ব পালন করতে বাধা দেয় না, তবে কারাগারের কঠোর নিয়ম এটি বেশ কঠিন করে তুলবে।
দিল্লির তিহার জেলের এক সাবেক আইন আধিকারিক সুনীল গুপ্ত বলেন, একজন বন্দী সপ্তাহে মাত্র দুটি বৈঠক করতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুপ্ত বলেন, ‘কারাগার থেকে সরকার চালানো সহজ কাজ নয়। কারাগারের নিয়ম অনুসারে, আপনি পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে সপ্তাহে শুধু দুবার দেখা করতে পারবেন। তাই এসব বিধিনিষেধ দিয়ে শাসন করা তাঁর জন্য সহজ হবে না।’
তবে এর একটি উপায় আছে। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে পারেন, যদি কর্তৃপক্ষ তাঁকে গৃহবন্দী করে। তবে এর জন্য লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার অনুমোদন লাগবে।
গুপ্ত বলেন, ‘প্রশাসকের যেকোনো ভবনকে কারাগার ঘোষণা করার এখতিয়ার রয়েছে।’ অতীতের কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একবার আদালত ভবনগুলোকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়। এ ধরনের পদক্ষেপ কেজরিওয়ালকে কারাগার থেকে শাসন চালিয়ে যেতে সহায়তা করতে পারে।
কিন্তু কেন্দ্রের মনোনীত প্রার্থী এবং এএপি সরকারের মধ্যে সংঘর্ষের ইতিহাসের পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় থেকে এমন নির্দেশ আসা সম্ভব বলে মনে হয় না।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেজরিওয়ালের পদত্যাগ না করার প্রভাবগুলো যাচাই করে দেখছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন, কেজরিওয়াল যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তারকৃত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এ নিয়ম অনুসরণ করা হয়। তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার বেশ কয়েকটি নজির রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৫ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৭ ঘণ্টা আগে