Ajker Patrika

দ্রৌপদী মুর্মুকে পুতিনের অভিনন্দন

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৪: ১৯
দ্রৌপদী মুর্মুকে পুতিনের অভিনন্দন

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ অভিনন্দন জানানোর খবর জানা গেছে।

অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্বের সম্পর্ককে অনেক গুরুত্ব দিই। আমি আশা করি রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কার্যক্রম রাশিয়া ও ভারত রাজনৈতিক সংলাপকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি শক্তিশালী আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতাকে উন্নত করবে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

আগামীকাল রোববার বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী। 

দ্রৌপদীর জন্ম ১৯৫৮ সালে। ভারতের ওডিশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামে। আদিবাসীপ্রধান ময়ূরভঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চায়েত এই উপরবেদা। দ্রৌপদীর বাবা ও দাদা এই পঞ্চায়েতের প্রধান ছিলেন বহু বছর ধরে। প্রাথমিক ও মাধ্যমিক পড়ালেখার পাঠ নিজ এলাকায় শেষ করেন দ্রৌপদী। পরে ওডিশার বিখ্যাত প্রাচীন নগরী ভুবনেশ্বরের তৎকালীন রাম দেবী মহিলা কলেজে ভর্তি হন। কলেজটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। 

পড়ালেখার পাট চুকিয়ে ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।

 ১৯৯৭ সালে দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টি–বিজেপিতে যোগ দেন এবং রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। ২০০০ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নির্বাচিত হন। একই সময়ে তিনি বিজেপির তফসিলি আদিবাসী মোর্চার জাতীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত