ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ অভিনন্দন জানানোর খবর জানা গেছে।
অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্বের সম্পর্ককে অনেক গুরুত্ব দিই। আমি আশা করি রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কার্যক্রম রাশিয়া ও ভারত রাজনৈতিক সংলাপকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি শক্তিশালী আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতাকে উন্নত করবে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আগামীকাল রোববার বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী।
দ্রৌপদীর জন্ম ১৯৫৮ সালে। ভারতের ওডিশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামে। আদিবাসীপ্রধান ময়ূরভঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চায়েত এই উপরবেদা। দ্রৌপদীর বাবা ও দাদা এই পঞ্চায়েতের প্রধান ছিলেন বহু বছর ধরে। প্রাথমিক ও মাধ্যমিক পড়ালেখার পাঠ নিজ এলাকায় শেষ করেন দ্রৌপদী। পরে ওডিশার বিখ্যাত প্রাচীন নগরী ভুবনেশ্বরের তৎকালীন রাম দেবী মহিলা কলেজে ভর্তি হন। কলেজটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে।
পড়ালেখার পাট চুকিয়ে ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।
১৯৯৭ সালে দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টি–বিজেপিতে যোগ দেন এবং রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। ২০০০ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নির্বাচিত হন। একই সময়ে তিনি বিজেপির তফসিলি আদিবাসী মোর্চার জাতীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন।
ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ অভিনন্দন জানানোর খবর জানা গেছে।
অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্বের সম্পর্ককে অনেক গুরুত্ব দিই। আমি আশা করি রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কার্যক্রম রাশিয়া ও ভারত রাজনৈতিক সংলাপকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি শক্তিশালী আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতাকে উন্নত করবে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আগামীকাল রোববার বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী।
দ্রৌপদীর জন্ম ১৯৫৮ সালে। ভারতের ওডিশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামে। আদিবাসীপ্রধান ময়ূরভঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চায়েত এই উপরবেদা। দ্রৌপদীর বাবা ও দাদা এই পঞ্চায়েতের প্রধান ছিলেন বহু বছর ধরে। প্রাথমিক ও মাধ্যমিক পড়ালেখার পাঠ নিজ এলাকায় শেষ করেন দ্রৌপদী। পরে ওডিশার বিখ্যাত প্রাচীন নগরী ভুবনেশ্বরের তৎকালীন রাম দেবী মহিলা কলেজে ভর্তি হন। কলেজটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে।
পড়ালেখার পাট চুকিয়ে ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।
১৯৯৭ সালে দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টি–বিজেপিতে যোগ দেন এবং রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। ২০০০ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নির্বাচিত হন। একই সময়ে তিনি বিজেপির তফসিলি আদিবাসী মোর্চার জাতীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন।
সীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩৪ মিনিট আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
২ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
২ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় গতকাল শনিবার। আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও, ক্ষমতাসীন লিবারেল পার্টি টানা চতুর্থবার জয়লাভ করেছে। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
২ ঘণ্টা আগে