Ajker Patrika

ভারত বন্‌ধের সমর্থনে চলছে ব্যাপক প্রচার

প্রতিনিধি কলকাতা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ১০
ভারত বন্‌ধের সমর্থনে চলছে ব্যাপক প্রচার

বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধের ঘোষণা এসেছিল আগেই। দিনটি সামনে রেখে চলছে ব্যাপক প্রচার। ওই দিন ভারতীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্‌ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চা। 

কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চার দাবি, ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। সেই সঙ্গে দিতে হবে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আইনি রক্ষাকবচ। 

উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকেরা ধর্ণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় চলছে মহাপঞ্চায়েত বা জনসভা। এরই মধ্যে মোর্চা গোটা দেশে নো ভোট বিজেপি বা বিজেপিকে ভোট নয় প্রচার চালাচ্ছে। 

২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধবিজেপিবিরোধী বেশির ভাগ রাজনৈতিক দল ও সংগঠন বন্‌ধকে সমর্থন জানিয়েছে। বামপন্থী দলগুলো বন্‌ধের সমর্থনে ব্যাপক প্রচার শুরু করেছে। কংগ্রেস ও তৃণমূল সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলনকে। তবে তৃণমূল কৃষক আন্দোলনকে সমর্থন করলেও বন্‌ধ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তৃণমূলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কথা বলছেন টিকায়েতের সঙ্গে। তিনি কৃষকদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছেন। 

তবে সিপিএমে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র বন্‌ধ নিয়ে তৃণমূলকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। তিনি জানান, তৃণমূল সমর্থন না জানালেও বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বন্‌ধকে সার্থক করতে চেষ্টা করবে। 

অন্যদিকে, কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে 'ডাকাত' বলে বর্ণনা করে বন্‌ধের বিরোধিতা করেছে বিজেপি। তাদের অভিযোগ, বিদেশ থেকে মদদ দেওয়া হচ্ছে ভারতের কৃষক আন্দোলনকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত