Ajker Patrika

ভারতে করোনায় একদিনে ৮০৫ মৃত্যু, তথ্য সংশোধনের কারণে সংখ্যা বেশি বলছে মন্ত্রণালয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫: ৩১
ভারতে করোনায় একদিনে ৮০৫ মৃত্যু, তথ্য সংশোধনের কারণে সংখ্যা বেশি বলছে মন্ত্রণালয়

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৮০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৩৩৪। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেরালায় করোনায় প্রাণহানির তথ্য সংশোধনের কারণে দৈনিক মৃত্যু এতটা বেশি দেখাচ্ছে। প্রাণহানির তথ্য সংশোধনের কারণে গত ২৪ ঘণ্টায় শুধু কেরালাতেই ৭০৮ জনের মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ১৫৭ জনের। করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ২২১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৬৩২ জন। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ৮৪৯ জনের। করোনায় মারা গেছে ৪৯ লাখ ৯৭ হাজার ৩৭৬ জন। করোনা থেকে সেরে উঠেছে ২২ কোটি ৩১ লাখ ৯০ হাজার ১২৭ জন।          

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত