বিশ্বব্যাপী তেলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত। দেশটি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে সেটি পরিশোধনের পর জ্বালানি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করছে। আজ রোববার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়াশিংটন থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র ফেলো বেন কাহিল বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দুটি প্রধান লক্ষ্য ছিল। এক. বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখা; দুই. জ্বালানি খাতে রাশিয়ার রাজস্ব আয় কমানো। তাঁরা এ বিষয়টি সম্পর্কে অবগত যে, চীন ও ভারত কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে পরে সেটি পরিশোধন করে বাজারমূল্যে রপ্তানি করে।’
ডেটা ইন্টেলিজেন্স ফার্ম কেপ্লারের তথ্য অনুসারে, গত মাসে নিউইয়র্কে প্রতিদিন প্রায় ৮৯ হাজার ব্যারেল পেট্রল এবং ডিজেল পাঠিয়েছে ভারত, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার থেকে রাশিয়ান পেট্রোলিয়াম রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে ভারতের গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ডিজেলের ঘাটতি তৈরি হবে এবং আরও বেশি ভোক্তা বাড়বে, বিশেষ করে ইউরোপে। ঘাটতি পূরণে এশিয়া থেকে আমদানি বাড়বে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা অনুসারে, ভারত নিয়ম মেনেই কাজ করছে। কেননা যখন রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে রপ্তানি করা হয়, তখন এটি আর রাশিয়ার তেল বলে গণ্য করা হয় না।
ভর্টেক্সা লিমিটেডের প্রধান এশিয়া বিশ্লেষক সেরেনা হুয়াং বলেন, ‘জি-৭ (গ্রুপ অব সেভেন) দেশগুলো যতটা সম্ভব মস্কোর রাজস্ব কমাতে আগ্রহী। কিন্তু তারা একই সঙ্গে সংকট এড়াতে রাশিয়ার তেল এবং পরিশোধিত পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে, সেটাও চাইছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশ। ইউক্রেনে রাশিয়ার অযাচিত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ রাশিয়ার কাছে থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে ভারতের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে অপরিশোধিত তেল বিক্রি করতে রাজি হয় রাশিয়া।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ব্যবসা বন্ধের চেষ্টা করলেও তারা রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কাটাতে পারছে না। ফলে ভারত ও চীনের মতো দেশগুলো লাভবান হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপর রাশিয়া বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে এ দুটি দেশের কাছে তেল বিক্রি করেছে।
আরও পড়ুন:
বিশ্বব্যাপী তেলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত। দেশটি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে সেটি পরিশোধনের পর জ্বালানি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করছে। আজ রোববার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়াশিংটন থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র ফেলো বেন কাহিল বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দুটি প্রধান লক্ষ্য ছিল। এক. বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখা; দুই. জ্বালানি খাতে রাশিয়ার রাজস্ব আয় কমানো। তাঁরা এ বিষয়টি সম্পর্কে অবগত যে, চীন ও ভারত কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে পরে সেটি পরিশোধন করে বাজারমূল্যে রপ্তানি করে।’
ডেটা ইন্টেলিজেন্স ফার্ম কেপ্লারের তথ্য অনুসারে, গত মাসে নিউইয়র্কে প্রতিদিন প্রায় ৮৯ হাজার ব্যারেল পেট্রল এবং ডিজেল পাঠিয়েছে ভারত, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার থেকে রাশিয়ান পেট্রোলিয়াম রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে ভারতের গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ডিজেলের ঘাটতি তৈরি হবে এবং আরও বেশি ভোক্তা বাড়বে, বিশেষ করে ইউরোপে। ঘাটতি পূরণে এশিয়া থেকে আমদানি বাড়বে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা অনুসারে, ভারত নিয়ম মেনেই কাজ করছে। কেননা যখন রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে রপ্তানি করা হয়, তখন এটি আর রাশিয়ার তেল বলে গণ্য করা হয় না।
ভর্টেক্সা লিমিটেডের প্রধান এশিয়া বিশ্লেষক সেরেনা হুয়াং বলেন, ‘জি-৭ (গ্রুপ অব সেভেন) দেশগুলো যতটা সম্ভব মস্কোর রাজস্ব কমাতে আগ্রহী। কিন্তু তারা একই সঙ্গে সংকট এড়াতে রাশিয়ার তেল এবং পরিশোধিত পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে, সেটাও চাইছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশ। ইউক্রেনে রাশিয়ার অযাচিত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ রাশিয়ার কাছে থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে ভারতের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে অপরিশোধিত তেল বিক্রি করতে রাজি হয় রাশিয়া।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ব্যবসা বন্ধের চেষ্টা করলেও তারা রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কাটাতে পারছে না। ফলে ভারত ও চীনের মতো দেশগুলো লাভবান হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপর রাশিয়া বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে এ দুটি দেশের কাছে তেল বিক্রি করেছে।
আরও পড়ুন:
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত করছাড় বিল কংগ্রেসে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। শুক্রবার (১৬ মে) হাউস বাজেট কমিটিতে প্রস্তাবটি প্রাথমিক ধাপেই আটকে যায়, কারণ রিপাবলিকান দলের কট্টরপন্থী সদস্যরা আরও বড় পরিসরে খরচ কমানোর দাবিতে বিলটি আটকে দেন। এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য
৩ ঘণ্টা আগেভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার (১৬ মে) নিউইয়র্কের চৌতকোয়া শহরের আদালত এই রায় ঘোষণা করেন। গত ফেব্রুয়ারিতে নিউজার্সির ২৭ বছর বয়সী হাদি মাতারকে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে দোষী
৪ ঘণ্টা আগেব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে একমত হয়ে জানিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান ‘অগ্রহণযোগ্য’। এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পরামর্শ হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার...
৪ ঘণ্টা আগে