অনলাইন ডেস্ক
তাঁর গোঁফের কাটিংটা ব্যতিক্রম। বড় কর্তাদের সেটি ভালো লাগেনি। তাঁদের ভাষায় সেই ‘অদ্ভুত’ ‘কুৎসিত’ গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই গর্বের ধন ছেঁটে ফেলতে রাজি হননি তিনি।
শেষ পর্যন্ত সাধের গোঁফের কারণে চাকরিটাই হারাতে বসেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক পুলিশ কনস্টেবল। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিন্তু দমে যাওয়ার পাত্র নন কনস্টেবল রাকেশ রানা। একটা চাকরির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেবেন না। তাছাড়া এই গোঁফ তাঁর গর্বের বিষয়।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, কনস্টেবল রাকেশ রানা মধ্যপ্রদেশ পুলিশের পরিবহন বিভাগে চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর কর্মদক্ষতা নিয়ে বিভাগ থেকে কখনো অভিযোগ আসেনি। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর আলোচিত উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মতো করে কাটা গোঁফ নিয়েই বড় কর্তাদের আপত্তি। তাঁদের মতে, এই ধরনের গোঁফ অন্য কর্মীদের ওপর প্রভাব ফেলছে। গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় তাঁকে।
কিন্তু রাকেশ রানা বলেন, ‘আমি রাজপুত। আমার গোঁফ আমার গর্ব।’
রাকেশকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, চেহারা সুরত নিয়ে সিনিয়রদের নির্দেশনা না মানার কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশান্ত শর্মা বলেন, ‘তাঁর চুল বড়, গোঁফ গলা পর্যন্ত চিকন করে কাটা। এই ধরনের কাটিংয়ের কারণে তাঁকে দেখতে বাজে লাগছিল। তাই কেটে ফেলতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশনা মানেননি।’
তবে রাকেশ রানা বলছেন, তিনি সঠিকভাবে ইউনিফর্ম পরার ব্যাপারে সব সময় সতর্ক থাকেন। কোথাও যেন ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখেন। কিন্তু গোঁফের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, বহু দিন ধরেই তিনি এভাবে গোঁফ রাখছেন।
তাঁর গোঁফের কাটিংটা ব্যতিক্রম। বড় কর্তাদের সেটি ভালো লাগেনি। তাঁদের ভাষায় সেই ‘অদ্ভুত’ ‘কুৎসিত’ গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই গর্বের ধন ছেঁটে ফেলতে রাজি হননি তিনি।
শেষ পর্যন্ত সাধের গোঁফের কারণে চাকরিটাই হারাতে বসেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক পুলিশ কনস্টেবল। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিন্তু দমে যাওয়ার পাত্র নন কনস্টেবল রাকেশ রানা। একটা চাকরির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেবেন না। তাছাড়া এই গোঁফ তাঁর গর্বের বিষয়।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, কনস্টেবল রাকেশ রানা মধ্যপ্রদেশ পুলিশের পরিবহন বিভাগে চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর কর্মদক্ষতা নিয়ে বিভাগ থেকে কখনো অভিযোগ আসেনি। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর আলোচিত উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মতো করে কাটা গোঁফ নিয়েই বড় কর্তাদের আপত্তি। তাঁদের মতে, এই ধরনের গোঁফ অন্য কর্মীদের ওপর প্রভাব ফেলছে। গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় তাঁকে।
কিন্তু রাকেশ রানা বলেন, ‘আমি রাজপুত। আমার গোঁফ আমার গর্ব।’
রাকেশকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, চেহারা সুরত নিয়ে সিনিয়রদের নির্দেশনা না মানার কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশান্ত শর্মা বলেন, ‘তাঁর চুল বড়, গোঁফ গলা পর্যন্ত চিকন করে কাটা। এই ধরনের কাটিংয়ের কারণে তাঁকে দেখতে বাজে লাগছিল। তাই কেটে ফেলতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশনা মানেননি।’
তবে রাকেশ রানা বলছেন, তিনি সঠিকভাবে ইউনিফর্ম পরার ব্যাপারে সব সময় সতর্ক থাকেন। কোথাও যেন ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখেন। কিন্তু গোঁফের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, বহু দিন ধরেই তিনি এভাবে গোঁফ রাখছেন।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে