Ajker Patrika

কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে রাহুলের নতুন মন্তব্য 

কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে রাহুলের নতুন মন্তব্য 

দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছে। তবে দলটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে রাহুল গান্ধী দলীয় প্রধান হবেন কিনা তা নিয়ে এখনো খোলাস করে কিছুই বলছেন না রাহুল নিজে কিংবা তাঁর দল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় সময় আজ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, রাহুল গান্ধী দলীয় প্রধান হিসেবে নিজের নির্বাচিত হওয়ার বিষয়টি উড়িয়ে দেননি। বরং তিনি এমন মন্তব্য করেছেন যার ফলে মনে হতে পারে, দলীয় প্রধান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে বাদ দিলে সমীকরণ নাও মিলতে পারে। 

আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র দলীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে ভারতব্যাপী কর্মসূচি চালাচ্ছে কংগ্রেস। কর্মসূচি চলাকালে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘আমি কংগ্রেসের প্রেসিডেন্ট হব কি হব না তা নির্বাচনের পরই বোঝা যাবে। আমার কী করতে হবে সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বিষয়ে কোনো দ্বিধা নেই।’ তবে রাহুল এই বিষয়ে আর কোনো তথ্য দেননি। 

রাহুল গান্ধী আরও বলেন, ‘এই যাত্রা কর্মসূচি চলাকালে দুই–তিন মাসে আমি আমার নিজের সম্পর্কে এবং এই সুন্দর দেশ সম্পর্কে আরও কিছু বোঝাপড়া তৈরি করতে পারব। এই কর্মসূচি থেকে আমি হয়তো কিছুটা জ্ঞানী হতে পারব।’ 

এদিকে, কংগ্রেসের দলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে আরও বেশ প্রায় ২ মাসেরও বেশি সময় বাকি রয়েছে। আগামী ১৭ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশিত হবে তার দুদিন পর। মনোনয়ন দাখিলের সময়সীমা ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত