Ajker Patrika

লাদাখ সীমান্তে চীনের স্থাপনা নির্মাণ আশঙ্কাজনক: যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ জুন ২০২২, ২১: ৩৭
লাদাখ সীমান্তে চীনের স্থাপনা নির্মাণ আশঙ্কাজনক: যুক্তরাষ্ট্র

লাদাখ সীমান্তে চীনের কর্মকাণ্ড মনোযোগ আকর্ষণ করার মতো একটি বিষয়। এই অঞ্চলে চীন কর্তৃক অবকাঠামো নির্মাণ আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের কমান্ডিং অফিসার জেনারেল চার্লস এ ফ্লিন এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেনারেল চার্লস এ ফ্লিন বলেছেন, লাদাখ সীমান্তে চীনের কর্মকাণ্ডকে ওই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টকারী এবং সম্পর্কের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে কর্মকাণ্ডগুলো মনোযোগ আকর্ষণকারী। আমার মনে হয়, চীনের পশ্চিম রণাঙ্গনে নির্মিতব্য এসব অবকাঠামো অবশ্যই আশঙ্কাজনক। বিশেষ করে তারা তাদের অস্ত্রাগারের মতো করে এমন স্থাপনা কেন নির্মাণ করছে, তা কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে কেন?’ 

এ সময় জেনারেল ফ্লিন ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, ‘যেহেতু চীন এমন কর্মকাণ্ড প্রদর্শন করছে, সেহেতু আমি মনে করি এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করাটাই সবচেয়ে ভালো হবে।’ 

এনডিটিভির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে ভারতের হিমালয় পর্বত অংশে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া চালাবে। ‘যুদ্ধ অভ্যাস’ নামে ওই মহড়া পরিচালিত হবে ভূপৃষ্ঠ থেকে ৯ থেকে ১০ হাজার ফুট উচ্চতায়। তবে ওই মহড়ার জন্য নির্দিষ্ট কোনো স্থান এখনো বাছাই করা হয়নি। ওই মহড়া চালানোর আগে, ভারতীয় সেনাবাহিনীর একটি দল যুক্তরাষ্ট্রের আলাস্কায় একই রকম ঠান্ডা পরিস্থিতিতে একই উচ্চতায় একটি প্রশিক্ষণ ক্যাম্পে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত