অনলাইন ডেস্ক
পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর শূন্য মাত্র ১৫টি পদের জন্য আবেদন করেছেন প্রায় ১১ হাজার প্রার্থী। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এমন ঘটনা। গত শনি ও রোববার ওই পদের জন্য পরীক্ষা হয়েছে। শুধু মধ্যপ্রদেশ থেকেই নয় এই পরীক্ষায় অংশ নিতে পার্শ্ববর্তী উত্তর প্রদেশ থেকেও অনেকে অংশ নিতে এসেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত শনি ও রোববার সেই পদে আবেদন ও পরীক্ষা দিতেই ভিড় জমান প্রায় ১১ হাজার বেকার যুবক-যুবতী। পিয়ন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস চাওয়া হলেও স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং পাস, এমনকি আইন পাস ও বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরাও আবেদন করেছেন।
এ নিয়ে চাকরি প্রার্থী অজয় বাঘেল বলেন, ‘আমি বিজ্ঞানে স্নাতক পাস করেছি। কিন্তু আবেদন করেছি পিয়ন পদের জন্য। যাঁদের পিএইচডি রয়েছে, তাঁরাও এই লাইনে দাঁড়িয়েছেন বলে শুনেছি।’
আইন বিভাগ থেকে পাস করা জিতেন্দ্র মহুয়া জানান, ‘তিনি গাড়িচালকের পদে আবেদন করেছেন। কিছুদিনের মধ্যে তিনি বিচারক হওয়ার পরীক্ষায়ও অংশ নেবেন।’
জিতেন্দ্র বলেন, ‘টাকার এত অভাব যে বই কেনার টাকাও থাকে না। ভাবলাম, এখানে চাকরি পেয়ে গেলে যদি কিছুটা অর্থসংকট দূর করতে পারি।’
সম্প্রতি বেকার যুবকদের চাকরির খোঁজ করতে আসায় প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাম্প্রতিক বক্তৃতা ঘিরে। কয়েক দিন আগেই তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমরা প্রতিবছর এক লাখ যুবক-যুবতীকে চাকরি দেব। যে পদগুলো দীর্ঘ সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে, সেগুলো পূরণ করতে কোনো অবহেলা করা হবে না।’
সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটপাতে দোকান চালু নিয়ে একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ১৫ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে ৯৯ হাজার আবেদন গৃহীত হয়। আবেদনকারীদের ৯০ শতাংশই স্নাতক পাস ছিলেন।
ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পক্ষ থেকে বলা হয়, গত বছর শুধু মধ্যপ্রদেশেই বেকারত্বের কারণে ৯৫ জন আত্মহত্যা করেছেন।
পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর শূন্য মাত্র ১৫টি পদের জন্য আবেদন করেছেন প্রায় ১১ হাজার প্রার্থী। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এমন ঘটনা। গত শনি ও রোববার ওই পদের জন্য পরীক্ষা হয়েছে। শুধু মধ্যপ্রদেশ থেকেই নয় এই পরীক্ষায় অংশ নিতে পার্শ্ববর্তী উত্তর প্রদেশ থেকেও অনেকে অংশ নিতে এসেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত শনি ও রোববার সেই পদে আবেদন ও পরীক্ষা দিতেই ভিড় জমান প্রায় ১১ হাজার বেকার যুবক-যুবতী। পিয়ন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস চাওয়া হলেও স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং পাস, এমনকি আইন পাস ও বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরাও আবেদন করেছেন।
এ নিয়ে চাকরি প্রার্থী অজয় বাঘেল বলেন, ‘আমি বিজ্ঞানে স্নাতক পাস করেছি। কিন্তু আবেদন করেছি পিয়ন পদের জন্য। যাঁদের পিএইচডি রয়েছে, তাঁরাও এই লাইনে দাঁড়িয়েছেন বলে শুনেছি।’
আইন বিভাগ থেকে পাস করা জিতেন্দ্র মহুয়া জানান, ‘তিনি গাড়িচালকের পদে আবেদন করেছেন। কিছুদিনের মধ্যে তিনি বিচারক হওয়ার পরীক্ষায়ও অংশ নেবেন।’
জিতেন্দ্র বলেন, ‘টাকার এত অভাব যে বই কেনার টাকাও থাকে না। ভাবলাম, এখানে চাকরি পেয়ে গেলে যদি কিছুটা অর্থসংকট দূর করতে পারি।’
সম্প্রতি বেকার যুবকদের চাকরির খোঁজ করতে আসায় প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাম্প্রতিক বক্তৃতা ঘিরে। কয়েক দিন আগেই তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমরা প্রতিবছর এক লাখ যুবক-যুবতীকে চাকরি দেব। যে পদগুলো দীর্ঘ সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে, সেগুলো পূরণ করতে কোনো অবহেলা করা হবে না।’
সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটপাতে দোকান চালু নিয়ে একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ১৫ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে ৯৯ হাজার আবেদন গৃহীত হয়। আবেদনকারীদের ৯০ শতাংশই স্নাতক পাস ছিলেন।
ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পক্ষ থেকে বলা হয়, গত বছর শুধু মধ্যপ্রদেশেই বেকারত্বের কারণে ৯৫ জন আত্মহত্যা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৪ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৪ ঘণ্টা আগে