Ajker Patrika

নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা: এবার কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ

প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২১, ১৯: ২৯
নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা: এবার কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ

কলকাতা: করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মিটিং-মিছিল বন্ধ। কিন্তু নির্বাচন পরবর্তী গোলমাল চলছেই। ভোটের ফল প্রকাশ থেকে শুরু করে এখন পর্যন্ত সহিংসতার বলি ১৮ জন। আজ বৃহস্পতিবার মেদিনীপুর সফররত ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরালিধরণ আক্রান্ত হন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে কর্মকর্তারাও উড়ে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এর জন্য মোদি সরকারকেই কটাক্ষ করেছেন। সহিংসতায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনও উত্তপ্ত। কোথাও বিজেপি, কোথাও বা তৃণমূল কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। আজও কোচবিহার জেলায় সাবেক তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আবার মেদিনীপুর সফর করে ফেরার সময় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরালিধরন। তাঁর অভিযোগ, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল।

কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলাই প্রমাণ করে পরিস্থিতি কতোটা ভয়ঙ্কর। তবে সেখানকার তৃণমূল নেতা অজিতকুমার মাইতির পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী প্ররোচনা দিচ্ছিলেন। তবে হিংসার সঙ্গে তৃণমূল জড়িত নয় বলেও তিনি দাবি করেন। একই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন তিনি সংবাদ সম্মেলনে দিল্লির মন্ত্রীদের অযথা রাজ্য সফর নিয়েও কটাক্ষ করেন। মমতা বলেন, এখন থেকে ভিনরাজ্য থেকে আসা মন্ত্রীদেরও করোনার নেগেটিভ সনদ লাগবে।

মেদিনীপুরে গাড়িতে হামলার ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরালিধরণ।

রাজ্যের অশান্তি প্রসঙ্গে মমতার দাবি, গতকালই তিনি শপথ নিয়েছেন। এতোদিন আইন-শৃঙ্খলার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। পরিস্থিতি দ্রুত উন্নতির চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের বদনাম করার চক্রান্ত চলছে বলেও তিনি মন্তব্য করেন। অশান্তির নামে বহু ভুয়া ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ নবনির্বাচিত বিধায়কদের অনেকে শপথ নেন। শপথ গ্রহণের পর নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারির অভিযোগ, হিন্দুরা মোটেই সুরক্ষিত নন। তাঁর এই সাম্প্রদায়িক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূলে সুখেন্দুশেখর রায়। তাঁর পাল্টা দাবি, পশ্চিমবঙ্গে সকলেই সুরক্ষিত। বিজেপি অশান্তির বিষ ছড়াতে চাইছে।

এদিকে, ভোটে পরাজয়ের পর বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষ বেড়েই চলেছে। দলের বর্যীয়াণ নেতা ও সাবেক রাজ্যপাল তথাগত রায় এদিনও পরাজয়ের জন্য তারকা প্রার্থীদের বাছাই করাকেই দায়ী করেছেন। ক্রমাগত নেতৃত্বের সমালোচনা করায় আজই তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। তথাগতের এই বিদ্রোহী মনোভাবকে সমর্থন জানিয়েছেন চন্দ্র বসুসহ বিজেপির অনেকেই। শুধু বিজেপিতে নয়, সিপিএমেও বাজছে বিদ্রোহের সুর। ভোটে পরাজয়ের পর প্রথম দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সাবেক বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এবার মুখ খুললেন সাবেক মন্ত্রী কান্তি গাঙুলিও। তাঁদের অভিযোগ, 'দলের একশ্রেণির নেতার অদূরদর্শী দৃষ্টিভঙ্গিই বামেদের পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত