রাজ্যজুড়ে জাতিগত সহিংসতা শুরু হওয়ার দুই বছর পর আজ রোববার পদত্যাগ করেছেন ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর বিরুদ্ধে বিজেপির অন্দরে অসন্তোষ এবং আগামীকাল সোমবার কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বীরেন সিংহ আজ সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে তিনি ১৪ জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভার আর কোনো সদস্যকে নিজের পক্ষে দেখাতে ব্যর্থ হন তিনি।
এ অবস্থায় রাজ্যে ফিরে গিয়ে, পদত্যাগপত্র জমা দেন বীরেন সিংহ। কংগ্রেস তাঁর এই ইস্তফাকে নিজেদের দাবির স্বীকৃতি বলে উল্লেখ করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যপাল ঘোষণা করেছেন—মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
জানা গেছে, বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সমর্থন প্রত্যাহার করায় অনেক বিধায়কই নেতৃত্ব বদলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই সংকট এড়াতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী বিরেন সিংহ পদত্যাগ করেন।
মণিপুর বিজেপির প্রধান শারদা দেবী বলেছেন, ‘রাজ্যের অখণ্ডতা রক্ষার স্বার্থে এবং জনসাধারণের কল্যাণ বিবেচনা করে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। ২০১৭ সাল থেকে তিনি মণিপুরের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর পদত্যাগ রাজ্যের প্রতি তাঁর গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।’
শারদা জানান, বীরেন সিংহের উত্তরসূরি এখনো ঠিক হয়নি।
তবে বিজেপি শিগগিরই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে। কংগ্রেসও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বীরেন সিংহের পদত্যাগ মণিপুরের চলমান সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে নতুন নেতৃত্ব কীভাবে পরিস্থিতি সামলাবে, সেটাই এখন বড় প্রশ্ন।
রাজ্যজুড়ে জাতিগত সহিংসতা শুরু হওয়ার দুই বছর পর আজ রোববার পদত্যাগ করেছেন ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর বিরুদ্ধে বিজেপির অন্দরে অসন্তোষ এবং আগামীকাল সোমবার কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বীরেন সিংহ আজ সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে তিনি ১৪ জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভার আর কোনো সদস্যকে নিজের পক্ষে দেখাতে ব্যর্থ হন তিনি।
এ অবস্থায় রাজ্যে ফিরে গিয়ে, পদত্যাগপত্র জমা দেন বীরেন সিংহ। কংগ্রেস তাঁর এই ইস্তফাকে নিজেদের দাবির স্বীকৃতি বলে উল্লেখ করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যপাল ঘোষণা করেছেন—মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
জানা গেছে, বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সমর্থন প্রত্যাহার করায় অনেক বিধায়কই নেতৃত্ব বদলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই সংকট এড়াতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী বিরেন সিংহ পদত্যাগ করেন।
মণিপুর বিজেপির প্রধান শারদা দেবী বলেছেন, ‘রাজ্যের অখণ্ডতা রক্ষার স্বার্থে এবং জনসাধারণের কল্যাণ বিবেচনা করে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। ২০১৭ সাল থেকে তিনি মণিপুরের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর পদত্যাগ রাজ্যের প্রতি তাঁর গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।’
শারদা জানান, বীরেন সিংহের উত্তরসূরি এখনো ঠিক হয়নি।
তবে বিজেপি শিগগিরই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে। কংগ্রেসও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বীরেন সিংহের পদত্যাগ মণিপুরের চলমান সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে নতুন নেতৃত্ব কীভাবে পরিস্থিতি সামলাবে, সেটাই এখন বড় প্রশ্ন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
১ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
২ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৩ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৪ ঘণ্টা আগে