ভারতের কেরালার কোজিকোডের মানকুলাঙ্গারা মন্দিরে উৎসবের সময় হাতির আতঙ্কে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মন্দির প্রাঙ্গণে পটকা ফোটানোর সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, উৎসবের জন্য মন্দিরে দুটি হাতি আনা হয়েছিল। কিন্তু হঠাৎ পটকা ফোটানোর শব্দে হাতি দুটি উত্তেজিত হয়ে পড়ে এবং দৌড়াতে শুরু করে। এ সময় হাতি দুটি একে অপরের সঙ্গে ধাক্কা লাগার পর মন্দিরের কাছে একটি দেয়ালে ধাক্কা মারে। এর ফলে দেয়ালটি ভেঙে পড়ে এবং নিচে চাপা পড়ে কয়েকজন মানুষ।
এদিকে, হাতির আতঙ্কে মানুষজন দৌড়াতে গিয়ে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা ক্যাপটিভ হাতি (ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স) রেগুলেশন লঙ্ঘন করা হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।’
বনমন্ত্রী এ কে শশীন্দ্রন বলেছেন, ‘উৎসবে হাতি এনে নিয়ম লঙ্ঘন করা হলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষের কাছে দুটি হাতি নিয়ে শোভাযাত্রা করার অনুমতি ছিল। তবে পটকা ফোটানোর সময় হাতিগুলোকে সুরক্ষিত দূরত্বে রাখা হয়নি। ফলে পটকার শব্দে হাতি দুটি উত্তেজিত হয়ে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতের কেরালার কোজিকোডের মানকুলাঙ্গারা মন্দিরে উৎসবের সময় হাতির আতঙ্কে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মন্দির প্রাঙ্গণে পটকা ফোটানোর সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, উৎসবের জন্য মন্দিরে দুটি হাতি আনা হয়েছিল। কিন্তু হঠাৎ পটকা ফোটানোর শব্দে হাতি দুটি উত্তেজিত হয়ে পড়ে এবং দৌড়াতে শুরু করে। এ সময় হাতি দুটি একে অপরের সঙ্গে ধাক্কা লাগার পর মন্দিরের কাছে একটি দেয়ালে ধাক্কা মারে। এর ফলে দেয়ালটি ভেঙে পড়ে এবং নিচে চাপা পড়ে কয়েকজন মানুষ।
এদিকে, হাতির আতঙ্কে মানুষজন দৌড়াতে গিয়ে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা ক্যাপটিভ হাতি (ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স) রেগুলেশন লঙ্ঘন করা হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।’
বনমন্ত্রী এ কে শশীন্দ্রন বলেছেন, ‘উৎসবে হাতি এনে নিয়ম লঙ্ঘন করা হলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষের কাছে দুটি হাতি নিয়ে শোভাযাত্রা করার অনুমতি ছিল। তবে পটকা ফোটানোর সময় হাতিগুলোকে সুরক্ষিত দূরত্বে রাখা হয়নি। ফলে পটকার শব্দে হাতি দুটি উত্তেজিত হয়ে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে