Ajker Patrika

মন্দিরে পটকাবাজি পছন্দ হয়নি হাতির, প্রাণ গেল ৩ ভক্তের

ছবি ভিডিও থেকে নেওয়া
ছবি ভিডিও থেকে নেওয়া

ভারতের কেরালার কোজিকোডের মানকুলাঙ্গারা মন্দিরে উৎসবের সময় হাতির আতঙ্কে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মন্দির প্রাঙ্গণে পটকা ফোটানোর সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, উৎসবের জন্য মন্দিরে দুটি হাতি আনা হয়েছিল। কিন্তু হঠাৎ পটকা ফোটানোর শব্দে হাতি দুটি উত্তেজিত হয়ে পড়ে এবং দৌড়াতে শুরু করে। এ সময় হাতি দুটি একে অপরের সঙ্গে ধাক্কা লাগার পর মন্দিরের কাছে একটি দেয়ালে ধাক্কা মারে। এর ফলে দেয়ালটি ভেঙে পড়ে এবং নিচে চাপা পড়ে কয়েকজন মানুষ।

এদিকে, হাতির আতঙ্কে মানুষজন দৌড়াতে গিয়ে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা ক্যাপটিভ হাতি (ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স) রেগুলেশন লঙ্ঘন করা হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।’

বনমন্ত্রী এ কে শশীন্দ্রন বলেছেন, ‘উৎসবে হাতি এনে নিয়ম লঙ্ঘন করা হলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষের কাছে দুটি হাতি নিয়ে শোভাযাত্রা করার অনুমতি ছিল। তবে পটকা ফোটানোর সময় হাতিগুলোকে সুরক্ষিত দূরত্বে রাখা হয়নি। ফলে পটকার শব্দে হাতি দুটি উত্তেজিত হয়ে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত