Ajker Patrika

প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসে খুন হলেন তরুণী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১০: ৪৯
প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসে খুন হলেন তরুণী

প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক তরুণী। গত মঙ্গলবার হরিয়ানার একটি মাঠ খুঁড়ে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২৩ বছর বয়সী খুন হওয়া তরুণীর নাম নীলম। গত বছরের জুনে তাঁর প্রেমিক সুনীল তাঁকে খুন করে হরিয়ানার একটি জমিতে কবর দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ওই তরুণীর কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা রবীন্দ্র জানিয়েছেন, নীলমকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেছেন সুনীল। তিনি ওই তরুণীর মাথায় দুবার গুলি করেন এবং অপরাধ থেকে বাঁচতে মৃতদেহ একটি মাঠে গর্ত করে পুঁতে রাখেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশের কাছে বলেছিলেন, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

নীলমের পরিবার বলেছে, নীলম ভারতে ফিরে আসার পর তাদের সঙ্গে কোনো কথা হয়নি। সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে নীলমের পরিবার।

পরে নীলমের পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিলে মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। এরপর ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি ইউনিট সুনীলকে আটক করে।

সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত