প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক তরুণী। গত মঙ্গলবার হরিয়ানার একটি মাঠ খুঁড়ে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২৩ বছর বয়সী খুন হওয়া তরুণীর নাম নীলম। গত বছরের জুনে তাঁর প্রেমিক সুনীল তাঁকে খুন করে হরিয়ানার একটি জমিতে কবর দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ওই তরুণীর কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রবীন্দ্র জানিয়েছেন, নীলমকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেছেন সুনীল। তিনি ওই তরুণীর মাথায় দুবার গুলি করেন এবং অপরাধ থেকে বাঁচতে মৃতদেহ একটি মাঠে গর্ত করে পুঁতে রাখেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশের কাছে বলেছিলেন, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
নীলমের পরিবার বলেছে, নীলম ভারতে ফিরে আসার পর তাদের সঙ্গে কোনো কথা হয়নি। সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে নীলমের পরিবার।
পরে নীলমের পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিলে মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। এরপর ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি ইউনিট সুনীলকে আটক করে।
সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।
প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক তরুণী। গত মঙ্গলবার হরিয়ানার একটি মাঠ খুঁড়ে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২৩ বছর বয়সী খুন হওয়া তরুণীর নাম নীলম। গত বছরের জুনে তাঁর প্রেমিক সুনীল তাঁকে খুন করে হরিয়ানার একটি জমিতে কবর দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ওই তরুণীর কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রবীন্দ্র জানিয়েছেন, নীলমকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেছেন সুনীল। তিনি ওই তরুণীর মাথায় দুবার গুলি করেন এবং অপরাধ থেকে বাঁচতে মৃতদেহ একটি মাঠে গর্ত করে পুঁতে রাখেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশের কাছে বলেছিলেন, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
নীলমের পরিবার বলেছে, নীলম ভারতে ফিরে আসার পর তাদের সঙ্গে কোনো কথা হয়নি। সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে নীলমের পরিবার।
পরে নীলমের পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিলে মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। এরপর ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি ইউনিট সুনীলকে আটক করে।
সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৬ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৭ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৯ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৯ ঘণ্টা আগে