Ajker Patrika

দিল্লিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের বাড়ির বাইরে বিক্ষোভ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২১: ৩২
দিল্লিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের বাড়ির বাইরে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ বলছে, শিশুটির প্রাইভেট শিক্ষকের ভাই তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে। অভিযুক্ত ব্যক্তির বাড়ির বাইরে বিক্ষোভ করছে মানুষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল শনিবার পূর্ব দিল্লিতে শিশুটির প্রাইভেট শিক্ষকের পাণ্ডব নগরের বাড়িতে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার অভিযুক্তের বাড়ির বাইরে বহু মানুষ ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। উত্তেজিত জনতা সেই এলাকায় গাড়ি ও অটোরিকশায় ভাঙচুর করেছে। এলাকাটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

চার বছর বয়সী শিশুটি কাঁদতে কাঁদতে তার মা-বাবাকে বলেছে, তার শিক্ষক যখন দূরে ছিলেন তখন তার ভাই তাকে ধর্ষণ করেছিল এবং এ বিষয়ে কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছে।

দিল্লির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, একটি চার বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তার যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়েছে।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মেয়েটা বেশ ভালো আছে। তাকে এআইআইএমএসে ভর্তি করা হয়েছে। কারণ, সেখানকার ওয়ান স্টপ সেন্টারে শিশুদের চিকিৎসাব্যবস্থা লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের চেয়ে ভালো। মেয়েটির মা ও বাবা তার সঙ্গে রয়েছেন। তার কাউন্সেলিং চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু উসকানিমূলক বার্তা পাঠানো হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত