Ajker Patrika

বিসর্জনের পরও কলকাতায় থাকছে প্রতিমা, শেষ হবে শনিবার

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৯: ৫৮
Thumbnail image

বৃষ্টি বাদ সাধতে পারেনি কলকাতাবাসীর পূজার উৎসবে। কয়েক লাখ মানুষ রাতভর অবস্থান করে পূজামণ্ডপে। নতুন জামাকাপড় পরে ছাতা হাতে কিংবা ছাতা ছাড়া মানুষ ঘুরে বেড়িয়েছে কলকাতাজুড়ে। পূজার কয়েকটা দিন আক্ষরিক অর্থেই জনসমুদ্র হয়ে ওঠে কলকাতা।

আজ বুধবার দশমী। বিসর্জনের দিন। তবে কলকাতায় উৎসবের শেষ ঘণ্টা বাজতে দেরি আছে। উত্তর বা দক্ষিণের বড় পূজা মণ্ডপগুলোর প্রতিমা আগামী শনিবার কার্নিভ্যালে অংশ নিয়ে তবেই বিসর্জন দেওয়া হবে। তবে বাড়ির পূজার প্রতিমাগুলো আজই বিসর্জন দেওয়া হয়। ছোটখাটো বা কম বাজেটের পূজামণ্ডপগুলোর প্রতিমাও বিসর্জন দেওয়া হয় আজ। কলকাতার মতোই মফস্বল শহরগুলোতেও বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বিসর্জনের পালা। সঙ্গে চলছে সিঁদুরখেলা, ধুনুচি নাচ। সেই ছন্দে অবশ্য অনেকবারই বাগড়া দিয়েছে বৃষ্টি।

দুর্গাপূজার আসল আনন্দ শেষ। করোনা মহামারি থেকে মুক্তির পর এবার কলকাতায় পূজা আগে থেকেই শুরু হলেও আসল উৎসবের শুরু হয় শনিবার, অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই। মঙ্গলবার নবমীর দিনই ছিল পূজার শেষ দিন। হিন্দু শাস্ত্রমতে, দশমীর দিনে দেবী দুর্গা সপরিবারে ফিরে যান কৈলাসে। তাই গঙ্গা বা অন্যান্য জলাশয়ে তাঁর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এদিকে পূজার উৎসব উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদীর দুই পাড়ে বিসর্জনকে ঘিরে উভয় দেশের নাগরিকদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়ে। কলকাতায় উৎসবের নতুন মাত্রা যোগ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছেন কার্নিভ্যাল। বিভিন্ন পূজার উদ্যোক্তারা শোভাযাত্রাসহ নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জন দেবেন। এবার শনিবার ঠিক করা হয়েছে কার্নিভ্যালের দিন। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এর প্রস্তুতিও চলছে।

কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার, সুরুচি সংঘ, কুমোরটুলি সর্বজনীন দুর্গাপূজা কমিটি, চেতলা, নাকতলা উদয়ন সংঘ, একডালিয়া প্রভৃতি পূজার বিসর্জন হবে আগামী শনিবার। ফলে ঠাকুর, প্যান্ডেল ও আলোর কেরামতি দেখার বাড়তি সুযোগ থাকছে। এবারের কার্নিভ্যালে ৯৯টি পূজা কমিটি অংশ নেবে বলে জানা গেছে। উল্লেখ্য, ইউনেসকো পশ্চিমবঙ্গের দুর্গাপূজার বিশেষ স্বীকৃতি প্রদান করায় এ বছরের ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শারদ উৎসবের সূচনা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত