Ajker Patrika

নবী (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দুই সপ্তাহ পর মামলা

আপডেট : ০৯ জুন ২০২২, ১৪: ৩৩
নবী (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দুই সপ্তাহ পর মামলা

ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, নবী মুহাম্মদ (সা.)কে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রথম মামলাটি করা হয়েছে বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় নাম রয়েছে বিজেপি নেতা নবীন জিন্দাল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহান, ধর্মীয় নেতা মাওলানা মুফতি নাদিমসহ আটজনের। 

দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তাঁর বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় কোনো কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর আজ মামলা দায়ের করা হলো। 

টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কেউ না কেউ এ ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন। কিন্তু পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তাই পুলিশের বিলম্বিত পদক্ষেপ নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন। তবে পুলিশ বিভাগ জোর দিয়ে বলেছে, তারা ঘৃণাপূর্ণ বক্তব্য ও সহিংসতা রোধে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি করে। 

ইতিমধ্যে বিশ্বের ১৬টি মুসলিম রাষ্ট্র এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি তারা দিল্লিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। 

পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা বলেছেন, ‘পুলিশ এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম আরও বেশি নজরদারিতে রাখবে, যাতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কেউ মিথ্যা, ভুল ও উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে।’ 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত