Ajker Patrika

জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯: ১০
Thumbnail image

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের প্রতিরোধের টিকা কোভ্যাক্সিন। আজ বুধবার বিশেষজ্ঞ কমিটির বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে সংস্থাটি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকাটির অনুমোদনের ফলে অগণিত শিক্ষার্থীসহ এই টিকা নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়া ভারতের তৈরি প্রথম এই কোভিড-১৯ টিকাকে অনুমোদন দেয়।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি টিকা ব্যবহারের ঝুঁকি এবং সাফল্য সংক্রান্ত নানা তথ্য এবং নথি পরীক্ষা করেন। কোভ্যাক্সিন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বিশ্লেষণের পরে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেন তাঁরা। 

চলতি বছরের গত এপ্রিলে জরুরি ব্যবহারের জন্য আবেদন করেছিল ভারত বায়োটেক। জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত