ভারতের বিহারের এক এমএলএকে যুবতীর হাত ধরে জনসমক্ষে নাচতে দেখা গেছে। গোপাল মণ্ডল নামের ওই এমএলএ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দলের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই এমএলএ যুবতীর সঙ্গে নাচার পাশাপাশি নগদ টাকা ছড়াচ্ছেন এবং ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন। এমন কাজের পর দলীয় সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, বিহারের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) গোপাল মণ্ডলের আচরণের সমালোচনা করে তাঁর আচরণ নিয়ন্ত্রণ ও এমএলএ পদের মর্যাদা রক্ষা করতে বলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, বিহারের ভাগলপুর নির্বাচনী আসনের এমএলএ গোপাল মণ্ডল ওই বিয়ের অনুষ্ঠানে তাঁর পরনের কুর্তা টেনে তুলে এক যুবতীর হাত ধরে নাচছেন। ওই যুবতীকে ওই অনুষ্ঠানে নাচার জন্যই ডেকে আনা হয়েছিল।
স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানাচ্ছে, ভাগলপুরের ফতেহপুর এলাকার ওই অনুষ্ঠানে গোপাল মণ্ডল তাঁর আসন ছেড়ে ওঠে গিয়ে ওই যুবতীর সঙ্গে নাচতে শুরু করেন। এর অল্প সময় পরই তাঁর সঙ্গে বসে থাকা আরও দুজন নাচে যোগ দেন।
এমন কাজের পর তিনি তাঁর দলের মধ্যেই সমালোচনার শিকার হয়েছেন। তবে, তিনি নিজেকে রক্ষার্থে বলেছেন, তাঁর নাচের বিষয়টি সঠিক ছিল না।
এর আগে অতীতেও একবার জনসমক্ষে তিনি নেচেছিলেন। তখনো তিনি সমালোচনার শিকার হন। সে সময় মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের প্রশ্নের জবাবে গোপাল জানিয়েছিলেন, গান শোনার পর আর তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। গোপাল সে সময় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেছিলেন, ‘একজন শিল্পীকে নাচা থেকে কেউই বিরত রাখতে পারে না।’
জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিহার ইউনিটের সভাপতি উমেশ কুশওয়াহা গোপাল মণ্ডলকে তাঁর আচরণ নিয়ন্ত্রণ ও তাঁর পদের মর্যাদা রক্ষা করতে বলেছেন।
গোপাল মণ্ডল এর আগে গত ফেব্রুয়ারিতে এক বিয়ের অনুষ্ঠানে ‘দিল্লিওয়ালা গার্লফ্রেন্ড’ গানে নেচে সমালোচনা মুখোমুখি হয়েছিলেন। তারও আগে, ট্রেনে ভ্রমণকালে অন্তর্বাস পরে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি বলেছিলেন, তাঁর পেট খারাপ হয়েছিল।
ভারতের বিহারের এক এমএলএকে যুবতীর হাত ধরে জনসমক্ষে নাচতে দেখা গেছে। গোপাল মণ্ডল নামের ওই এমএলএ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দলের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই এমএলএ যুবতীর সঙ্গে নাচার পাশাপাশি নগদ টাকা ছড়াচ্ছেন এবং ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন। এমন কাজের পর দলীয় সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, বিহারের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) গোপাল মণ্ডলের আচরণের সমালোচনা করে তাঁর আচরণ নিয়ন্ত্রণ ও এমএলএ পদের মর্যাদা রক্ষা করতে বলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, বিহারের ভাগলপুর নির্বাচনী আসনের এমএলএ গোপাল মণ্ডল ওই বিয়ের অনুষ্ঠানে তাঁর পরনের কুর্তা টেনে তুলে এক যুবতীর হাত ধরে নাচছেন। ওই যুবতীকে ওই অনুষ্ঠানে নাচার জন্যই ডেকে আনা হয়েছিল।
স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানাচ্ছে, ভাগলপুরের ফতেহপুর এলাকার ওই অনুষ্ঠানে গোপাল মণ্ডল তাঁর আসন ছেড়ে ওঠে গিয়ে ওই যুবতীর সঙ্গে নাচতে শুরু করেন। এর অল্প সময় পরই তাঁর সঙ্গে বসে থাকা আরও দুজন নাচে যোগ দেন।
এমন কাজের পর তিনি তাঁর দলের মধ্যেই সমালোচনার শিকার হয়েছেন। তবে, তিনি নিজেকে রক্ষার্থে বলেছেন, তাঁর নাচের বিষয়টি সঠিক ছিল না।
এর আগে অতীতেও একবার জনসমক্ষে তিনি নেচেছিলেন। তখনো তিনি সমালোচনার শিকার হন। সে সময় মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের প্রশ্নের জবাবে গোপাল জানিয়েছিলেন, গান শোনার পর আর তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। গোপাল সে সময় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেছিলেন, ‘একজন শিল্পীকে নাচা থেকে কেউই বিরত রাখতে পারে না।’
জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিহার ইউনিটের সভাপতি উমেশ কুশওয়াহা গোপাল মণ্ডলকে তাঁর আচরণ নিয়ন্ত্রণ ও তাঁর পদের মর্যাদা রক্ষা করতে বলেছেন।
গোপাল মণ্ডল এর আগে গত ফেব্রুয়ারিতে এক বিয়ের অনুষ্ঠানে ‘দিল্লিওয়ালা গার্লফ্রেন্ড’ গানে নেচে সমালোচনা মুখোমুখি হয়েছিলেন। তারও আগে, ট্রেনে ভ্রমণকালে অন্তর্বাস পরে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি বলেছিলেন, তাঁর পেট খারাপ হয়েছিল।
গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
১ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগেইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ ঘোষণা দেন।
২ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দু-বিদ্বেষী’ এবং ‘দেশবিরোধী’ হিসাবে তুলে ধরছে...
২ ঘণ্টা আগে