কলকাতা প্রতিনিধি
দলের সাংগঠনিক নির্বাচনে মোটেই নাক গলাচ্ছে না গান্ধী পরিবার। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।
তিনি বলেছেন, যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তিনি স্বাধীনভাবেই দল পরিচালনা করবেন। গান্ধী পরিবারের কেউ তাঁর কাজে নাক গলাবে না।
দক্ষিণ ভারতের কর্ণাটকে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র এক মাস পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে নিজেদের কর্মসূচির ভিত্তিতেই দলীয় প্রধানের পদে নির্বাচন করছেন। রাহুল বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’
দলের অবস্থান ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস কোনোভাবেই ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। আমরা জানি, নির্বাচনে জিততে হলে দলগতভাবে কাজ করতে হবে।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের সংবিধান বলে, ভারত হলো রাজ্যগুলোর একটি ইউনিয়ন। এর অর্থ—আমাদের সব ভাষা, রাজ্য এবং ঐতিহ্যেরই সমান গুরুত্ব রয়েছে। এটাই আমাদের দেশের চরিত্র। বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
রাহুল আরও বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি প্রচার করছে তাতে ভারতের মানুষ ক্লান্ত। ভারতের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে ভারে জর্জরিত এবং ক্লান্ত।
দলের সাংগঠনিক নির্বাচনে মোটেই নাক গলাচ্ছে না গান্ধী পরিবার। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।
তিনি বলেছেন, যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তিনি স্বাধীনভাবেই দল পরিচালনা করবেন। গান্ধী পরিবারের কেউ তাঁর কাজে নাক গলাবে না।
দক্ষিণ ভারতের কর্ণাটকে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র এক মাস পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে নিজেদের কর্মসূচির ভিত্তিতেই দলীয় প্রধানের পদে নির্বাচন করছেন। রাহুল বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’
দলের অবস্থান ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস কোনোভাবেই ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। আমরা জানি, নির্বাচনে জিততে হলে দলগতভাবে কাজ করতে হবে।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের সংবিধান বলে, ভারত হলো রাজ্যগুলোর একটি ইউনিয়ন। এর অর্থ—আমাদের সব ভাষা, রাজ্য এবং ঐতিহ্যেরই সমান গুরুত্ব রয়েছে। এটাই আমাদের দেশের চরিত্র। বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
রাহুল আরও বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি প্রচার করছে তাতে ভারতের মানুষ ক্লান্ত। ভারতের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে ভারে জর্জরিত এবং ক্লান্ত।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে