Ajker Patrika

সাংগঠনিক নির্বাচনে নাক গলানোর অভিযোগ অস্বীকার রাহুলের

কলকাতা প্রতিনিধি
সাংগঠনিক নির্বাচনে নাক গলানোর অভিযোগ অস্বীকার রাহুলের

দলের সাংগঠনিক নির্বাচনে মোটেই নাক গলাচ্ছে না গান্ধী পরিবার। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।

তিনি বলেছেন, যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তিনি স্বাধীনভাবেই দল পরিচালনা করবেন। গান্ধী পরিবারের কেউ তাঁর কাজে নাক গলাবে না।

দক্ষিণ ভারতের কর্ণাটকে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র এক মাস পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে নিজেদের কর্মসূচির ভিত্তিতেই দলীয় প্রধানের পদে নির্বাচন করছেন। রাহুল বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’ 

দলের অবস্থান ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস কোনোভাবেই ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। আমরা জানি, নির্বাচনে জিততে হলে দলগতভাবে কাজ করতে হবে।’ 

রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের সংবিধান বলে, ভারত হলো রাজ্যগুলোর একটি ইউনিয়ন। এর অর্থ—আমাদের সব ভাষা, রাজ্য এবং ঐতিহ্যেরই সমান গুরুত্ব রয়েছে। এটাই আমাদের দেশের চরিত্র। বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’ 

রাহুল আরও বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি প্রচার করছে তাতে ভারতের মানুষ ক্লান্ত। ভারতের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে ভারে জর্জরিত এবং ক্লান্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত