অনলাইন ডেস্ক
বিয়ে প্রায় শেষ। কেবল মালাবদল বাকি। এমন সময় খাবার কম পড়ার অভিযোগে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে চাইল বরের পরিবার। কিন্তু বিয়ে করতে চান বর। এমন পরিস্থিতিতে পুলিশকে ফোন দিলেন কনে। পুলিশ এসে নিয়ে গেল থানায়। সেখানেই হলো মালাবদল।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, গত রোববার সুরাটের ভারাছা এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিহারের বাসিন্দা রাহুল প্রমোদ মাহতো ও অঞ্জলি কুমারীর বিয়ের আয়োজন করা হয়েছিল সুরাটের লক্ষ্মী হলে। বরের পরিবার, আত্মীয়স্বজন ও অতিথিদের খাবার কম পড়ার অভিযোগ এনে বিয়ের অনুষ্ঠান ছেড়ে যেতে চায় বরের পরিবার। বরের পরিবারের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে কনে ও তাঁর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
সুরাটের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) অলোক কুমার বলেন, বিয়ের সব রীতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধু মালাবদল বাকি ছিল। সে সময় খাবার কম পড়ার অভিযোগ আনে বরের পরিবার। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বরের পরিবার বিয়ে না করিয়ে ফেরার সিদ্ধান্ত নেয়। এ সময় কনে তাদের সঙ্গে যোগাযোগ করেন।
অলোক কুমার বলেন, ওই নারী জানান, বর বিয়েতে রাজি হলেও তার পরিবার সম্মতি দিচ্ছে না। এরপর পুলিশ বরের পরিবারকে থানায় নিয়ে কনের পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করে।
ডিসিপি অলোক কুমার বলেন, ‘পুলিশের মীমাংসা মেনে বরের পরিবার বিয়েতে সম্মতি দেয়। তবে কনে আশঙ্কা করেন, বিয়ের হলে ফিরে গেলে আবারও কোনো ঝগড়া হতে পারে। তাই আমরা তাদের অনুমতি দিই থানাতেই বাকি রীতি (মালাবদল) সম্পন্ন করে বিয়ে সম্পন্ন করতে।’
তিনি আরও বলেন, ‘ওই নারীর ভবিষ্যতের কথা বিবেচনা করে হস্তক্ষেপ করেছি। তাদের বিয়ে সম্পন্ন করতে সাহায্য করেছি।’
বিয়ে প্রায় শেষ। কেবল মালাবদল বাকি। এমন সময় খাবার কম পড়ার অভিযোগে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে চাইল বরের পরিবার। কিন্তু বিয়ে করতে চান বর। এমন পরিস্থিতিতে পুলিশকে ফোন দিলেন কনে। পুলিশ এসে নিয়ে গেল থানায়। সেখানেই হলো মালাবদল।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, গত রোববার সুরাটের ভারাছা এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিহারের বাসিন্দা রাহুল প্রমোদ মাহতো ও অঞ্জলি কুমারীর বিয়ের আয়োজন করা হয়েছিল সুরাটের লক্ষ্মী হলে। বরের পরিবার, আত্মীয়স্বজন ও অতিথিদের খাবার কম পড়ার অভিযোগ এনে বিয়ের অনুষ্ঠান ছেড়ে যেতে চায় বরের পরিবার। বরের পরিবারের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে কনে ও তাঁর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
সুরাটের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) অলোক কুমার বলেন, বিয়ের সব রীতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধু মালাবদল বাকি ছিল। সে সময় খাবার কম পড়ার অভিযোগ আনে বরের পরিবার। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বরের পরিবার বিয়ে না করিয়ে ফেরার সিদ্ধান্ত নেয়। এ সময় কনে তাদের সঙ্গে যোগাযোগ করেন।
অলোক কুমার বলেন, ওই নারী জানান, বর বিয়েতে রাজি হলেও তার পরিবার সম্মতি দিচ্ছে না। এরপর পুলিশ বরের পরিবারকে থানায় নিয়ে কনের পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করে।
ডিসিপি অলোক কুমার বলেন, ‘পুলিশের মীমাংসা মেনে বরের পরিবার বিয়েতে সম্মতি দেয়। তবে কনে আশঙ্কা করেন, বিয়ের হলে ফিরে গেলে আবারও কোনো ঝগড়া হতে পারে। তাই আমরা তাদের অনুমতি দিই থানাতেই বাকি রীতি (মালাবদল) সম্পন্ন করে বিয়ে সম্পন্ন করতে।’
তিনি আরও বলেন, ‘ওই নারীর ভবিষ্যতের কথা বিবেচনা করে হস্তক্ষেপ করেছি। তাদের বিয়ে সম্পন্ন করতে সাহায্য করেছি।’
গাজার যুদ্ধাহতদের চিকিৎসার জন্য জাপানে আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। গতকাল সোমবার জাপানের পার্লামেন্টে এ কথা জানান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি বলেন, তাঁর প্রশাসন এমন একটি নীতি প্রণয়নের জন্য কাজ করছে, যার মাধ্যমে গাজায় আহত ও অসুস্থ মানুষদের জাপানে এনে চিকিৎসাসেবা
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট (প্রতিযোগিতা বিরোধী) তদন্ত শুরু করার ঘোষণা...
১ ঘণ্টা আগেমার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নে উঠে এসেছে, ইরানের বৈজ্ঞানিকদের একটি গোপন দল তুলনামূলক কম উন্নত কিন্তু দ্রুততর পদ্ধতির মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত যেকোনো দেশের অবৈধ অভিবাসী ও দাগি আসামিদের গ্রহণে রাজি হয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। এই বিষয়ে সান সালভাদর ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তিও হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল সোমবার নজিরবিহীন ও আইনি দিক থেকে বিতর্কিত এই চুক্তির ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে