প্রতিনিধি, কলকাতা
পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর চাপ বাড়ল। সোমবার দেশের সর্বোচ্চ আদালত একতরফা রায় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। প্রধান বিচারপতি এনভি রামন জানিয়েছেন, 'আদালতের সামনে রায় ঘোষণা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।'
সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ভারত সরকার হলফনামা ঠিকমতো পেশ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্তও। তিনি বলেন, 'সরকার আইন মেনে ব্যক্তিগত ফোনে আড়ি পেতেছে কিনা সেটা আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু উত্তর পাইনি।' আদালতের কড়া মনোভাবে মোদি সরকার বেশ চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
ইসরায়েলের বেসরকারি সংস্থার তৈরি পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে গোটা দুনিয়ার প্রভাবশালীদের পাশাপাশি ভারতের তিন শতাধিক ব্যক্তির ফোনে আড়ি পাতা হয় বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূলের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বিচারপতি, গোয়েন্দা প্রধান শিল্পপতি, সাংবাদিকসহ বহু মানুষের নাম উঠে আসে পেগাসাস আড়ি পাতা কেলেঙ্কারিতে। এই নিয়ে ভারতের জাতীয় সংসদেও ব্যাপক হট্টগোল হয়। নাগরিকদের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সসম্মানে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে এদিনও প্রধান বিচারপতি জানতে চান, আইন স্বীকৃত কোনো পদ্ধতি ছাড়া রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, বিচারক এবং অন্যদের টেলিফোনে আড়িপাতা হয়েছে কিনা।
এর আগে সরকারকে হলফনামা দেওয়ার জন্য সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেছিলেন আদালত। কিন্তু এদিন এ বিষয়ে হলফনামা জমা না দিয়ে মেহেতা বলেন, 'জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষার সঙ্গে পেগাসাস সম্পর্ক যুক্ত। তাই এই সফটওয়্যার ব্যবহার হলফনামার বিষয় হতে পারে না।' কিন্তু এই মন্তব্যে সন্তুষ্ট না হয়ে প্রধান বিচারপতি বলেন, 'আমরা জাতীয় সুরক্ষা বা প্রতিরক্ষা নিয়ে কিছু জানতে চাই না। মৌলিক অধিকারই আদালতের বিচার্য। হলফনামা পেশের জন্য কেন্দ্রীয় সরকারকে বারবার সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন রায় ঘোষণা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই।' এর আগে, প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আদালতকে বলেন, 'আমরা জানতে চাই পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে সরকার মৌলিক অধিকার হরণ করেছে কি না।'
পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর চাপ বাড়ল। সোমবার দেশের সর্বোচ্চ আদালত একতরফা রায় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। প্রধান বিচারপতি এনভি রামন জানিয়েছেন, 'আদালতের সামনে রায় ঘোষণা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।'
সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ভারত সরকার হলফনামা ঠিকমতো পেশ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্তও। তিনি বলেন, 'সরকার আইন মেনে ব্যক্তিগত ফোনে আড়ি পেতেছে কিনা সেটা আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু উত্তর পাইনি।' আদালতের কড়া মনোভাবে মোদি সরকার বেশ চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
ইসরায়েলের বেসরকারি সংস্থার তৈরি পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে গোটা দুনিয়ার প্রভাবশালীদের পাশাপাশি ভারতের তিন শতাধিক ব্যক্তির ফোনে আড়ি পাতা হয় বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূলের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বিচারপতি, গোয়েন্দা প্রধান শিল্পপতি, সাংবাদিকসহ বহু মানুষের নাম উঠে আসে পেগাসাস আড়ি পাতা কেলেঙ্কারিতে। এই নিয়ে ভারতের জাতীয় সংসদেও ব্যাপক হট্টগোল হয়। নাগরিকদের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সসম্মানে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে এদিনও প্রধান বিচারপতি জানতে চান, আইন স্বীকৃত কোনো পদ্ধতি ছাড়া রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, বিচারক এবং অন্যদের টেলিফোনে আড়িপাতা হয়েছে কিনা।
এর আগে সরকারকে হলফনামা দেওয়ার জন্য সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেছিলেন আদালত। কিন্তু এদিন এ বিষয়ে হলফনামা জমা না দিয়ে মেহেতা বলেন, 'জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষার সঙ্গে পেগাসাস সম্পর্ক যুক্ত। তাই এই সফটওয়্যার ব্যবহার হলফনামার বিষয় হতে পারে না।' কিন্তু এই মন্তব্যে সন্তুষ্ট না হয়ে প্রধান বিচারপতি বলেন, 'আমরা জাতীয় সুরক্ষা বা প্রতিরক্ষা নিয়ে কিছু জানতে চাই না। মৌলিক অধিকারই আদালতের বিচার্য। হলফনামা পেশের জন্য কেন্দ্রীয় সরকারকে বারবার সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন রায় ঘোষণা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই।' এর আগে, প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আদালতকে বলেন, 'আমরা জানতে চাই পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে সরকার মৌলিক অধিকার হরণ করেছে কি না।'
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১০ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১২ ঘণ্টা আগে