অনলাইন ডেস্ক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক্সে শেয়ার করা এক পোস্টে জয়রাম রমেশ এই বিলের বিরুদ্ধে চলমান আইনি পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, দল এরই মধ্যেই ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ২০০৫ সালের তথ্য অধিকার (আরটিআই) আইনের সংশোধনী এবং ২০২৪ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনীর মতো বেশ কয়েকটি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়ছে। এ ছাড়া, দলটি ১৯৯১ সালের ‘উপাসনাস্থল আইন’ বহাল রাখতে আদালতে হস্তক্ষেপ করছে।
রমেশ বলেন, ‘সিএএ—২০১৯ এর বিরুদ্ধে কংগ্রেসের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন। আরটিআই আইন—২০০৫ এর ২০১৯ সালের সংশোধনীর বিরুদ্ধে কংগ্রেসের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন। নির্বাচন পরিচালনা বিধিমালার (২০২৪) সংশোধনীর বৈধতার বিরুদ্ধে কংগ্রেসের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন। ১৯৯১ সালের উপাসনাস্থল আইন অক্ষুণ্ন রাখার জন্য কংগ্রেসের হস্তক্ষেপ সুপ্রিম কোর্টে বিচারাধীন। কংগ্রেস খুব শিগগিরই ওয়াক্ফ (সংশোধনী) বিল—২০২৪ সাংবিধান সম্মত কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে।’
জয়রাম রমেশ দলের আইনি চ্যালেঞ্জগুলোর ওপর আস্থা প্রকাশ করে আরও বলেন, মোদি সরকারের যেসব পদক্ষেপকে কংগ্রেস ভারতীয় সংবিধানের নীতিগুলোর ওপর আঘাত হিসেবে দেখে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এবং মোদি সরকারের ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত নীতি, বিধান ও প্রথাগুলোর ওপর যেকোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।’
এর আগে, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গত বুধবার বলা যায় কোনো ধরনের বাধা ছাড়াই পাস হয়ে যায় মুসলিমদের সম্পত্তিসংক্রান্ত বিতর্কিত ওয়াক্ফ বিল। এরপর, গতকাল বৃহস্পতিবার রাতে লোকসভায় পাস হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায়ও দীর্ঘ বিতর্ক শেষে সহজেই পার হয়ে যায়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে।
সংশোধিত বিলের বিতর্কিত বিধানগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিল এবং ওয়াক্ফ বোর্ডগুলোতে দুজন অমুসলিম সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি। এ ছাড়া, আরেকটি শর্ত হলো, কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তিরাই ওয়াক্ফে সম্পত্তি দান করতে পারবেন।
তবে সরকার কীভাবে নির্ধারণ করবে কে একজন ‘ইসলাম ধর্ম পালনকারী’ মুসলিম, তা নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলেছে। তারা যুক্তি দিয়েছে, ধর্মান্তরিত ব্যক্তিদের দান করা থেকে বিরত রাখা ধর্ম পালনের মৌলিক অধিকার এবং আইনের সমতার ক্ষেত্রে হস্তক্ষেপ।
প্রস্তাবিত আইন অনুসারে, ওয়াক্ফ হিসেবে চিহ্নিত সরকারি সম্পত্তি সরকারের মালিকানাধীন থাকবে না এবং স্থানীয় কালেক্টর এর মালিকানা নির্ধারণ করবেন। বিলে আরও প্রস্তাব করা হয়েছে, কালেক্টরের পদমর্যাদার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ওয়াক্ফ হিসেবে দাবি করা সরকারি সম্পত্তির তদন্ত করবেন।
বিরোধের ক্ষেত্রে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে যে কোনো সম্পত্তি ওয়াক্ফের নাকি সরকারের। এটি বিদ্যমান ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে, যেখানে ওয়াক্ফ ট্রাইব্যুনাল এ ধরনের সিদ্ধান্ত নিত। বিরোধী দল এবং মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এটিকে ওয়াক্ফ সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক্সে শেয়ার করা এক পোস্টে জয়রাম রমেশ এই বিলের বিরুদ্ধে চলমান আইনি পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, দল এরই মধ্যেই ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ২০০৫ সালের তথ্য অধিকার (আরটিআই) আইনের সংশোধনী এবং ২০২৪ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনীর মতো বেশ কয়েকটি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়ছে। এ ছাড়া, দলটি ১৯৯১ সালের ‘উপাসনাস্থল আইন’ বহাল রাখতে আদালতে হস্তক্ষেপ করছে।
রমেশ বলেন, ‘সিএএ—২০১৯ এর বিরুদ্ধে কংগ্রেসের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন। আরটিআই আইন—২০০৫ এর ২০১৯ সালের সংশোধনীর বিরুদ্ধে কংগ্রেসের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন। নির্বাচন পরিচালনা বিধিমালার (২০২৪) সংশোধনীর বৈধতার বিরুদ্ধে কংগ্রেসের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন। ১৯৯১ সালের উপাসনাস্থল আইন অক্ষুণ্ন রাখার জন্য কংগ্রেসের হস্তক্ষেপ সুপ্রিম কোর্টে বিচারাধীন। কংগ্রেস খুব শিগগিরই ওয়াক্ফ (সংশোধনী) বিল—২০২৪ সাংবিধান সম্মত কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে।’
জয়রাম রমেশ দলের আইনি চ্যালেঞ্জগুলোর ওপর আস্থা প্রকাশ করে আরও বলেন, মোদি সরকারের যেসব পদক্ষেপকে কংগ্রেস ভারতীয় সংবিধানের নীতিগুলোর ওপর আঘাত হিসেবে দেখে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এবং মোদি সরকারের ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত নীতি, বিধান ও প্রথাগুলোর ওপর যেকোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।’
এর আগে, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গত বুধবার বলা যায় কোনো ধরনের বাধা ছাড়াই পাস হয়ে যায় মুসলিমদের সম্পত্তিসংক্রান্ত বিতর্কিত ওয়াক্ফ বিল। এরপর, গতকাল বৃহস্পতিবার রাতে লোকসভায় পাস হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায়ও দীর্ঘ বিতর্ক শেষে সহজেই পার হয়ে যায়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে।
সংশোধিত বিলের বিতর্কিত বিধানগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিল এবং ওয়াক্ফ বোর্ডগুলোতে দুজন অমুসলিম সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি। এ ছাড়া, আরেকটি শর্ত হলো, কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তিরাই ওয়াক্ফে সম্পত্তি দান করতে পারবেন।
তবে সরকার কীভাবে নির্ধারণ করবে কে একজন ‘ইসলাম ধর্ম পালনকারী’ মুসলিম, তা নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলেছে। তারা যুক্তি দিয়েছে, ধর্মান্তরিত ব্যক্তিদের দান করা থেকে বিরত রাখা ধর্ম পালনের মৌলিক অধিকার এবং আইনের সমতার ক্ষেত্রে হস্তক্ষেপ।
প্রস্তাবিত আইন অনুসারে, ওয়াক্ফ হিসেবে চিহ্নিত সরকারি সম্পত্তি সরকারের মালিকানাধীন থাকবে না এবং স্থানীয় কালেক্টর এর মালিকানা নির্ধারণ করবেন। বিলে আরও প্রস্তাব করা হয়েছে, কালেক্টরের পদমর্যাদার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ওয়াক্ফ হিসেবে দাবি করা সরকারি সম্পত্তির তদন্ত করবেন।
বিরোধের ক্ষেত্রে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে যে কোনো সম্পত্তি ওয়াক্ফের নাকি সরকারের। এটি বিদ্যমান ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে, যেখানে ওয়াক্ফ ট্রাইব্যুনাল এ ধরনের সিদ্ধান্ত নিত। বিরোধী দল এবং মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এটিকে ওয়াক্ফ সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
১৩ ঘণ্টা আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
১৩ ঘণ্টা আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
১৩ ঘণ্টা আগেতুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন লন্ডন থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী। এই যাত্রীদের বেশির ভাগই ভারতীয়। আজ শুক্রবার, এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ তথ্য।
১৭ ঘণ্টা আগে