আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে ভারতের নয়ডার ৪০ তলা ‘সুপারটেক টুইন টাওয়ার’। আজ রোববার স্থানীয় সময় আড়াইটা নাগাদ বিশেষ বিস্ফোরকের সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হবে জোড়া টাওয়ার।
উত্তর প্রদেশের নয়ডা শহরের জোড়া এই বহুতল ভবনের একটির নাম অ্যাপেক্স, উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে, এর উচ্চতা ৯৭ মিটার। এই টুইন টাওয়ার দিল্লির কুতুব মিনারের চেয়েও লম্বা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিশালাকার এই ভবন মূলত বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে। মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডা টুইন টাওয়ার। এর জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়া ধুলোবালু পরিষ্কার হয়ে স্বাভাবিক হতে ১২ মিনিট সময় লাগবে।
এরই মধ্যে ভবনের আশপাশের আবাসনের বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নয়ডার কর্মকর্তারা ভবনটি ধ্বংসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং হাসপাতালকে সহায়তা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করেছে। শনিবার সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ২০১৩ সালে এই টুইন টাওয়ার তৈরির কাজ শুরু করেছিল নির্মাণ সংস্থা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালেও আমলে নেয়নি তারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। প্রায় ৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনিভাবে তৈরি এই নয়ডা টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার ভেঙে ফেলতে প্রায় ২০ কোটি রুপি খরচ হচ্ছে।
এদিকে ভারতের ইতিহাসে এর আগে এত উঁচু ভবন ভেঙে ফেলার নজির দেখা যায়নি। তাই নয়ডার এই সুউচ্চ বহুতল ভবন ধ্বংসে ইতিমধ্যে কৌতূহলের উদ্রেক তৈরি হয়েছে জনমানসে। ভবনের সঙ্গে শেষ সেলফি তুলছেন অনেকে।
আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে ভারতের নয়ডার ৪০ তলা ‘সুপারটেক টুইন টাওয়ার’। আজ রোববার স্থানীয় সময় আড়াইটা নাগাদ বিশেষ বিস্ফোরকের সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হবে জোড়া টাওয়ার।
উত্তর প্রদেশের নয়ডা শহরের জোড়া এই বহুতল ভবনের একটির নাম অ্যাপেক্স, উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে, এর উচ্চতা ৯৭ মিটার। এই টুইন টাওয়ার দিল্লির কুতুব মিনারের চেয়েও লম্বা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিশালাকার এই ভবন মূলত বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে। মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডা টুইন টাওয়ার। এর জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়া ধুলোবালু পরিষ্কার হয়ে স্বাভাবিক হতে ১২ মিনিট সময় লাগবে।
এরই মধ্যে ভবনের আশপাশের আবাসনের বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নয়ডার কর্মকর্তারা ভবনটি ধ্বংসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং হাসপাতালকে সহায়তা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করেছে। শনিবার সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ২০১৩ সালে এই টুইন টাওয়ার তৈরির কাজ শুরু করেছিল নির্মাণ সংস্থা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালেও আমলে নেয়নি তারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। প্রায় ৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনিভাবে তৈরি এই নয়ডা টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার ভেঙে ফেলতে প্রায় ২০ কোটি রুপি খরচ হচ্ছে।
এদিকে ভারতের ইতিহাসে এর আগে এত উঁচু ভবন ভেঙে ফেলার নজির দেখা যায়নি। তাই নয়ডার এই সুউচ্চ বহুতল ভবন ধ্বংসে ইতিমধ্যে কৌতূহলের উদ্রেক তৈরি হয়েছে জনমানসে। ভবনের সঙ্গে শেষ সেলফি তুলছেন অনেকে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে