কলকাতা প্রতিনিধি
ভারতে চরম উদ্বেগের মধ্যে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। বছরের প্রথম দিনই করোনা সংক্রমণের হার বেড়েছে ৩৫ শতাংশ। ইতিমধ্যে টিকা নেওয়ার পরও করোনার নতুন ধরন ওমিক্রনে মৃত্যু হয়েছে ২ জনের। পশ্চিমবঙ্গসহ ২৩টি রাজ্যে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।
ভারতে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৪৩১। পশ্চিমবঙ্গে ১৭। মহারাষ্ট্রে অন্তত ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। ইংরেজি নববর্ষ পালন পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলতে পারে। এরই মধ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ।
ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থাতেও মানুষ মেতে উঠেছে উৎসবে। সামনেই ভারতের ৫ রাজ্যে বিধানসভার ভোট। সঙ্গে চলছে রাজ্যে রাজ্যে পৌর ও গ্রামাঞ্চলের স্বশাসিত পর্ষদের নির্বাচনও। ফলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই হবে ভোট। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচার শুরু করে দিয়েছেন। ফলে দূরত্ববিধির বালাই থাকছে না। সংক্রমণ বাড়ছে। তাই নতুন করে লকডাউনের আশঙ্কাও বেড়ে চলেছে।
এদিকে ভারতের প্রতিটি নাগরিক করোনার টিকা না পাওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারকেই দায়ী করছেন। অন্যদিকে বিজেপি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচারে ব্যস্ত। সরকার ও বিরোধীদের প্রচারের মাঝে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন করোনায় মারা গিয়েছেন। তবে গোটা দেশে টিকার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতে, আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ।
ভারতে চরম উদ্বেগের মধ্যে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। বছরের প্রথম দিনই করোনা সংক্রমণের হার বেড়েছে ৩৫ শতাংশ। ইতিমধ্যে টিকা নেওয়ার পরও করোনার নতুন ধরন ওমিক্রনে মৃত্যু হয়েছে ২ জনের। পশ্চিমবঙ্গসহ ২৩টি রাজ্যে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।
ভারতে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৪৩১। পশ্চিমবঙ্গে ১৭। মহারাষ্ট্রে অন্তত ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। ইংরেজি নববর্ষ পালন পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলতে পারে। এরই মধ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ।
ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থাতেও মানুষ মেতে উঠেছে উৎসবে। সামনেই ভারতের ৫ রাজ্যে বিধানসভার ভোট। সঙ্গে চলছে রাজ্যে রাজ্যে পৌর ও গ্রামাঞ্চলের স্বশাসিত পর্ষদের নির্বাচনও। ফলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই হবে ভোট। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচার শুরু করে দিয়েছেন। ফলে দূরত্ববিধির বালাই থাকছে না। সংক্রমণ বাড়ছে। তাই নতুন করে লকডাউনের আশঙ্কাও বেড়ে চলেছে।
এদিকে ভারতের প্রতিটি নাগরিক করোনার টিকা না পাওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারকেই দায়ী করছেন। অন্যদিকে বিজেপি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচারে ব্যস্ত। সরকার ও বিরোধীদের প্রচারের মাঝে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন করোনায় মারা গিয়েছেন। তবে গোটা দেশে টিকার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতে, আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে..
১৮ মিনিট আগেফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
২ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগে