Ajker Patrika

দিল্লি কাঁপালেন মমতা-সোনিয়া

প্রতিনিধি, কলকাতা
দিল্লি কাঁপালেন মমতা-সোনিয়া

ভারতে বিজেপি তথা মোদিবিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরু করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের নেতৃত্ব কে দেবেন, সে প্রশ্নে না গিয়ে সোজা হাত বাড়ালেন কংগ্রেসের দিকে। কংগ্রেসের পক্ষ থেকেও বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছিল আগেই। গতকালই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর দিল্লির মসনদ থেকে মোদিকে সরাতে বিরোধী জোটের প্রক্রিয়া আরও শক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

জানা গেছে, মমতার সঙ্গে বৈঠকে সোনিয়া ছাড়াও রাহুল গান্ধী ছিলেন। পেগাসাস, করোনা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘বৈঠক খুব ভালো হয়েছে। আমি নেতা নই। রাস্তায় লড়াই করা মানুষ।’

কংগ্রেস ছাড়াও অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গেও বৈঠক করছেন মমতা। ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চান ভারতের মোদিবিরোধীরা।
বিরোধী জোটের নেতৃত্বের প্রশ্নে সাংবাদিকদের মমতা বলেন, ‘জোটের নেতা কে হবেন তা আমি জানি না। কারণ আমি রাজনৈতিক জ্যোতিষী নই।’

খুব শিগগিরই জোটের ছবি পরিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তৃণমূল সভানেত্রী। বিরোধী জোট গঠনে আশা প্রকাশ করে তিনি জানান, বিরোধী দলগুলোর সঙ্গে তাঁর খুবই সুসম্পর্ক রয়েছে। জোট গঠনের বিষয়ে সবাই আন্তরিক। তবে বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা ঠিক করে নিক, আসল শত্রু কারা।’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস আগে থেকেই জোটের বার্তা দিয়ে রেখেছিল তৃণমূলকে। সম্প্রতি তৃণমূলের ভার্চুয়াল সভায় কংগ্রেসের দুই শীর্ষ নেতা পি চিদাম্বরম ও দিগ্বিজয় সিং উপস্থিত ছিলেন। কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পেগাসাস নজরদারির প্রতিবাদ জানানো হয়। গতকাল সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার কংগ্রেস নেতা কমলনাথ ও আনন্দ শর্মাও বৈঠক করেন মমতার সঙ্গে।

সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বিজেপিবিরোধী জোটের রাস্তা আরও প্রশস্ত হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুধু কংগ্রেসই নয়, মমতার সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্কও খুব ভালো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় অখিলেশ যাদব তাঁর দলের নেত্রী ও অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে তৃণমূলের হয়ে ভোটের প্রচার চালান। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বিরোধী শিবিরের বহু নেতার সঙ্গেও বৈঠক করছেন মমতা। বিরোধীদের ছুড়ে দেওয়া বল এখন কীভাবে সামলাবেন তা নিয়েই ছক কষছেন মোদি ও তাঁর সঙ্গীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত