Ajker Patrika

রাজস্থানের নতুন আইনে বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৩৮
Thumbnail image

ভারতের রাজস্থান বিধানসভায় বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল ২০২১ পাস হয়েছে। আজ শনিবার বিলটি পাস হয়। এর ফলে এখন থেকে রাজস্থানে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহও রেজিস্ট্রার করা যাবে। 

বিরোধী বিজেপির অভিযোগ, এই বিল পেশ করে আসলে ঘুরিয়ে বাল্যবিবাহকে স্বীকৃতি দিয়ে দিল রাজস্থানের কংগ্রেস সরকার। যদিও, কংগ্রেস এই যুক্তি মানতে রাজি নয়।

এই বিল অনুযায়ী, কোনো নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত যাবতীয় তথ্য মা-বাবা বা অভিভাবককে বাধ্যতামূলক ভাবে সরকারের কাছে জমা করতে হবে।  
 
রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া বলছেন,যারা এই বিলকে হাত তুলে সমর্থন করছেন তাঁরা বিলটি পড়ে দেখেননি। এটি স্পষ্টতই বর্তমানে কার্যকর বাল্য বিবাহ আইনের পরিপন্থী। 

কংগ্রেস অবশ্য বিজেপির যুক্তি মানতে নারাজ। তাঁরা বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই বিলটি পাস করানো হয়েছে। তা ছাড়া, এতে কোথাও বাল্যবিবাহকে সমর্থনের কথা বলা নেই। বরং, বাল্য বিবাহকে নথিভুক্ত করার কথা বলা হয়েছে। আসলে ম্যারেজ সার্টিফিকেট ভীষণ জরুরি একটি নথি। এর নথি না থাকলে বিধবারা অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন।

রাজস্থানে বাল্যবিবাহের চল রয়েছে অনেক আগে থেকেই। সেই প্রথার কুপ্রভাব থেকে নারীদের বাঁচাতে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে থাকে সেখানে। কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজস্থান সরকারের এই ম্যারেজ রেজিস্ট্রেশন আইন সংশোধনীতে বাল্য বিবাহের প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এটা আইনের চোখে আর অপরাধ থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত