Ajker Patrika

ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার জেলেনস্কির

আপডেট : ০৪ মে ২০২৩, ১২: ১৯
ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার জেলেনস্কির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমরা পুতিন কিংবা মস্কোয় হামলা করিনি। আমরা আমাদের ভূখণ্ডে যুদ্ধ করছি এবং নিজেদের গ্রাম ও শহর রক্ষা করছি।’

ফিনল্যান্ড সফরে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগে গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানায়, পুতিনের বাসভবন ক্রেমলিন দুর্গে ইউক্রেনের দুটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে ড্রোন দুটি ভূপাতিত করেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, প্রেসিডেন্ট পুতিনের ওপর পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তবে প্রেসিডেন্ট পুতিন ওই সময় বাসভবনে ছিলেন না।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার এখন এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সূত্র ধরেই রাশিয়া এবার ইউক্রেনে ড্রোন হামলা করবে, যা ১৪ মাস ধরে চলা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।

তবে ক্রেমলিনে হামলার কথা নাকচ করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ‘মস্কোতে ইউক্রেনের হামলার কোনো কারণ নেই। কথিত ওই ঘটনার সঙ্গে কিয়েভের বিন্দুমাত্র সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। তবে ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, রাশিয়া ইউক্রেনে বড় আকারের সন্ত্রাসী হামলার উসকানির প্রস্তুতি নিচ্ছে।’

গত বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় ২১ জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী রেলস্টেশন, আবাসিক ভবন, হার্ডওয়্যারের দোকান, সুপারশপ ও গ্যাস স্টেশনে হামলা চালিয়ে নির্বিচারে মানুষ মেরেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সুপারমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষ ও গ্যাস স্টেশনের কর্মচারীরা রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত