Ajker Patrika

কিয়েভে অস্ত্রের চালান পাঠাবে না স্লোভাকিয়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫: ৪৯
কিয়েভে অস্ত্রের চালান পাঠাবে না স্লোভাকিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি (ডিসিএ) পর্যালোচনা করতে চাইছে স্লোভাকিয়া। চুক্তিটি এখনো দুই পক্ষের জন্যই লাভজনক আছে কি না, তা যাচাই করে দেখা হবে। এর ফলে ইউক্রেনে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্লোভাকিয়ার নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক।

স্লোভাকিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গৌতম রানার সঙ্গে বৈঠকে উভয় দেশের স্বার্থ এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান রবার্ট কালিনাক। এরপর গত শনিবার ফেসবুকে তিনি বলেন, যখন কোনো কিছু কাজ করে না, তখন সেটা ঠিক করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘সুসংগঠিত নয়’ বলে উল্লেখ করেছেন রবার্ট কালিনাক। তিনি আরও বলেন, এই চুক্তি স্লোভাকিয়াকে অনেক কিছু ছাড় দেওয়ার বাধ্যবাধকতার মধ্যে রেখেছে, যার মধ্যে আছে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ।

রবার্ট কালিনাক বলেন, স্লোভাকিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। স্লোভাকরা তাদের নেতাদের ভুলের জন্য আর কোনো মূল্য পরিশোধ করবে না।

কালিনাক জোর দিয়ে বলেন, স্লোভাকিয়া তার পশ্চিমা অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতাকে মূল্য দেয়। তবে নবনির্বাচিত নেতৃত্ব পূর্ববর্তী ‘সেবক সরকারের’ পদাঙ্ক অনুসরণ করবে না এবং তার নিজের জনগণের স্বার্থে কাজ করবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে স্লোভাক সরকারের অবস্থান জানিয়েছি। বলেছি যে, আমাদের গোলাবারুদের ডিপো থেকে ইউক্রেনে নতুন চালান পাঠাব না। সেই সঙ্গে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি সংশোধন করতে হবে।’

গত সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচনে স্লোভাক সোশ্যাল ডেমোক্রেসি পার্টি জয়লাভ করার পর আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করে স্লোভাকিয়া। প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জোর দিয়ে বলেছিলেন, এক রাউন্ড গোলাবারুদও ইউক্রেনে পাঠানো হবে না।

গত শুক্রবার কিয়েভের জন্য ইইউর বিশাল তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন রবার্ট ফিকো। ৫০০ কোটি ইউরোর নতুন কিস্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইইউতে বর্ধিত চাঁদা দিতে স্লোভাকিয়া রাজি হবে শুধু এক শর্তে—তহবিলগুলো কিয়েভ দ্বারা ‘আত্মসাৎ করা’ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত