Ajker Patrika

রাশিয়ায় ট্রেন উল্টে নিহত ২, আহত অন্তত ৪৬

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭: ৩৬
Thumbnail image

রাশিয়ায় এক ট্রেন দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৬ জন। গতকাল বুধবার রাশিয়ার উত্তরাঞ্চলের কোমি প্রজাতন্ত্রে এ ঘটনা ঘটেছে বলে জানায় রুশ সংবাদমাধ্যম আরটি।

ট্রেনটি ভোরকুটা শহর থেকে কৃষ্ণসাগর তিরবর্তী বন্দরনগরী নভোরোসিয়স্কে ২১৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ১৪টি বগির মধ্যে নয়টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৬ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এক বিবৃতি দিয়ে রুশ রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজে পেতে ঘটনাস্থলে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এ বিষয়ে কোমি প্রজাতন্ত্রের প্রধান ভ্লাদিমির উইবা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার। এদের মধ্যে ১৪ বছরের এক মেয়ে রয়েছে—যার অবস্থা আশঙ্কাজনক। আপাতত তাকে স্থানীয় শহর সিকটিভকারে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহত যাত্রীরা ৫ হাজার ৭০০ ডলার থেকে ৪৫ হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ পাবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত