ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে নির্বাচনের পর প্রথম সফরে যাচ্ছেন রাশিয়ায়। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব হিংসায় জ্বলছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার অর্থাৎ ৮ জুলাই থেকে রাশিয়া সফর শুরু হচ্ছে মোদির। এই সফর শেষ হবে আগামীকাল মঙ্গলবার, অর্থাৎ ৯ জুলাই। এ বিষয়ে পেসকভ বলেছেন, পশ্চিমার হিংসাত্মক জ্বলুনি নিয়ে খুব নিবিড়ভাবে মোদির রাশিয়া সফর পর্যবেক্ষণ করছে। গতকাল রোববার পেসকভ বলেন, ‘তাঁরা (পশ্চিমারা) হিংসায় জ্বলছে...এর মানে তারা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করছে। তাদের নিবিড় পর্যবেক্ষণের অর্থ হলো, তারা এটিকে খুব গুরুত্ব দেয়।’
মস্কোয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে পারস্পরিক গুরুত্বের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনা হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ঘটনাগুলো সম্ভবত তাঁদের আলোচনায় প্রাধান্য পাবে।
এদিকে নরেন্দ্র মোদির রাশিয়া সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে উন্নত হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার একটি দুর্দান্ত সুযোগ এটি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটি যেকোনো সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে নিবিড় সিদ্ধান্ত নেওয়ার একটি উপায়...সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো—রাশিয়ার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে বেড়েছে...শীর্ষ নেতৃস্থানীয় স্তরে এটি প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য সামনাসামনি বসার একটি দুর্দান্ত সুযোগ।’
জয়শঙ্কর বলেন, ‘আমাদের দুটি দেশের একসঙ্গে কাজ করার শক্তিশালী ইতিহাস আছে। আমরা একটি বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছি। গত বছর যখন আমি মস্কো গিয়েছিলাম, তখন প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বার্তা নিয়ে গিয়েছিলাম যে, আমরা বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এটি দেরি না তাড়াতাড়ি করব...এটি নিয়মিত হতে থাকবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে নির্বাচনের পর প্রথম সফরে যাচ্ছেন রাশিয়ায়। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব হিংসায় জ্বলছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার অর্থাৎ ৮ জুলাই থেকে রাশিয়া সফর শুরু হচ্ছে মোদির। এই সফর শেষ হবে আগামীকাল মঙ্গলবার, অর্থাৎ ৯ জুলাই। এ বিষয়ে পেসকভ বলেছেন, পশ্চিমার হিংসাত্মক জ্বলুনি নিয়ে খুব নিবিড়ভাবে মোদির রাশিয়া সফর পর্যবেক্ষণ করছে। গতকাল রোববার পেসকভ বলেন, ‘তাঁরা (পশ্চিমারা) হিংসায় জ্বলছে...এর মানে তারা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করছে। তাদের নিবিড় পর্যবেক্ষণের অর্থ হলো, তারা এটিকে খুব গুরুত্ব দেয়।’
মস্কোয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে পারস্পরিক গুরুত্বের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনা হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ঘটনাগুলো সম্ভবত তাঁদের আলোচনায় প্রাধান্য পাবে।
এদিকে নরেন্দ্র মোদির রাশিয়া সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে উন্নত হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার একটি দুর্দান্ত সুযোগ এটি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটি যেকোনো সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে নিবিড় সিদ্ধান্ত নেওয়ার একটি উপায়...সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো—রাশিয়ার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে বেড়েছে...শীর্ষ নেতৃস্থানীয় স্তরে এটি প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য সামনাসামনি বসার একটি দুর্দান্ত সুযোগ।’
জয়শঙ্কর বলেন, ‘আমাদের দুটি দেশের একসঙ্গে কাজ করার শক্তিশালী ইতিহাস আছে। আমরা একটি বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছি। গত বছর যখন আমি মস্কো গিয়েছিলাম, তখন প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বার্তা নিয়ে গিয়েছিলাম যে, আমরা বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এটি দেরি না তাড়াতাড়ি করব...এটি নিয়মিত হতে থাকবে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৮ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
৯ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১২ ঘণ্টা আগে