Ajker Patrika

লকডাউন অমান্য করে পার্টি করায় ক্ষমা চাইলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২: ২৮
Thumbnail image

লকডাউন অমান্য করে নিজ সরকারি বাসভবনে পার্টি আয়োজনের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সময়ে এই অভিযোগে বিরোধীরা তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।

বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে বরিস জনসন বলেন, ‘আমার ব্যক্তিগত আচরণের কারণে জনগণ যে আমার নেতৃত্বধীন সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন- তা আমি অনুভব করতে পারছি।’

বরিস বলেন,‘ব্যক্তিগত ভাবে আমি পার্টিতে ছিলাম মাত্র ২৫ মিনিট। ৬ টার দিকে আমি সেখানে গিয়েছিলাম, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেছিলাম, তারপর ৬ টা ২৫ মিনিটে অফিসে এসে কাজে যোগ দিয়েছি।’

এর আগে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ উঠেছে জনসনের বিরুদ্ধে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এ রকম পাঁচটি পার্টির অভিযোগ নিয়ে তদন্ত করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত