Ajker Patrika

ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

গত বৃহস্পতিবার ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য হাসিলে বাধা দিয়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন হেনরি নামে এক পর্যটক। ফ্রান্সের গণমাধ্যম তাকে ‘ব্যাকপ্যাক হিরো’ হিসেবে আখ্যায়িত করছে।

ছুরি হামলার ফুটেজে দেখা যায়-২৪ বছর বয়সী হেনরি হামলাকারীর দিকে একটি ভারী ব্যাগ দুলিয়ে তাকে বাধাগ্রস্ত করছেন। পরে ওই লোকটিকে তাড়া করতেও দেখা যায় তাকে।

এ বিষয়ে হেনরি জানান, তিনি তার স্বাভাবিক কাজটাই করেছেন। দুর্বলদের রক্ষার মানসিকতা তাঁকে এ কাজে বাধ্য করেছে। আর এমন মানসিকতা প্রত্যেক ফরাসি ধারণ করেন বলেও জানান তিনি।

বীরত্বের ফলস্বরূপ শুক্রবার বিকেলে অ্যানেসি শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও দেখা হয়ে যায় হেনরির। এ সময় মাখোঁ তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন এবং তাঁর কাজকে ‘আশার আলো’ হিসেবে বর্ণনা করেন।

ছুরিকাঘাতে আহতদের সঙ্গে দেখা করা ছাড়াও হেনরিকে এক নজর দেখার ইচ্ছায়ও অ্যানেসি শহরে এসেছিলেন মাখোঁ।

ঘটনার পর নিজের আসল নাম প্রকাশ করেননি ম্যানেজমেন্টে স্নাতক হেনরি। দাবি করেন, এ ধরনের কাজ কোনো বেসামরিক মানুষ হিসেবে শুধু তিনি একাই করেননি, আরও নজির আছে। এ ছাড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে শুধু তার কৃতিত্বই দেখা গেছে। আসলে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই নিজ নিজ উপায়ে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করছিলেন। পার্কের একজন কর্মী তার হাতে থাকা প্লাস্টিকের একটি কোদাল দিয়ে ওই হামলাকারীকে আঘাতের চেষ্টাও করেছিলেন।

ঘটনার কয়েক দিন আগেই হেনরির সাক্ষাৎকার নিয়েছিল একটি ফরাসি সংবাদপত্র। এ সাক্ষাৎকার থেকে জানা যায়-গত ৯ মাস ধরেই হেঁটে হেঁটে কিংবা পথচলতি যানবাহনে বিনা পয়সায় ভ্রমণ করে ফ্রান্সের ক্যাথেড্রালগুলো ঘুরে ঘুরে দেখছেন হেনরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত