অনলাইন ডেস্ক
গত বৃহস্পতিবার ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য হাসিলে বাধা দিয়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন হেনরি নামে এক পর্যটক। ফ্রান্সের গণমাধ্যম তাকে ‘ব্যাকপ্যাক হিরো’ হিসেবে আখ্যায়িত করছে।
ছুরি হামলার ফুটেজে দেখা যায়-২৪ বছর বয়সী হেনরি হামলাকারীর দিকে একটি ভারী ব্যাগ দুলিয়ে তাকে বাধাগ্রস্ত করছেন। পরে ওই লোকটিকে তাড়া করতেও দেখা যায় তাকে।
এ বিষয়ে হেনরি জানান, তিনি তার স্বাভাবিক কাজটাই করেছেন। দুর্বলদের রক্ষার মানসিকতা তাঁকে এ কাজে বাধ্য করেছে। আর এমন মানসিকতা প্রত্যেক ফরাসি ধারণ করেন বলেও জানান তিনি।
বীরত্বের ফলস্বরূপ শুক্রবার বিকেলে অ্যানেসি শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও দেখা হয়ে যায় হেনরির। এ সময় মাখোঁ তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন এবং তাঁর কাজকে ‘আশার আলো’ হিসেবে বর্ণনা করেন।
ছুরিকাঘাতে আহতদের সঙ্গে দেখা করা ছাড়াও হেনরিকে এক নজর দেখার ইচ্ছায়ও অ্যানেসি শহরে এসেছিলেন মাখোঁ।
ঘটনার পর নিজের আসল নাম প্রকাশ করেননি ম্যানেজমেন্টে স্নাতক হেনরি। দাবি করেন, এ ধরনের কাজ কোনো বেসামরিক মানুষ হিসেবে শুধু তিনি একাই করেননি, আরও নজির আছে। এ ছাড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে শুধু তার কৃতিত্বই দেখা গেছে। আসলে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই নিজ নিজ উপায়ে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করছিলেন। পার্কের একজন কর্মী তার হাতে থাকা প্লাস্টিকের একটি কোদাল দিয়ে ওই হামলাকারীকে আঘাতের চেষ্টাও করেছিলেন।
ঘটনার কয়েক দিন আগেই হেনরির সাক্ষাৎকার নিয়েছিল একটি ফরাসি সংবাদপত্র। এ সাক্ষাৎকার থেকে জানা যায়-গত ৯ মাস ধরেই হেঁটে হেঁটে কিংবা পথচলতি যানবাহনে বিনা পয়সায় ভ্রমণ করে ফ্রান্সের ক্যাথেড্রালগুলো ঘুরে ঘুরে দেখছেন হেনরি।
গত বৃহস্পতিবার ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য হাসিলে বাধা দিয়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন হেনরি নামে এক পর্যটক। ফ্রান্সের গণমাধ্যম তাকে ‘ব্যাকপ্যাক হিরো’ হিসেবে আখ্যায়িত করছে।
ছুরি হামলার ফুটেজে দেখা যায়-২৪ বছর বয়সী হেনরি হামলাকারীর দিকে একটি ভারী ব্যাগ দুলিয়ে তাকে বাধাগ্রস্ত করছেন। পরে ওই লোকটিকে তাড়া করতেও দেখা যায় তাকে।
এ বিষয়ে হেনরি জানান, তিনি তার স্বাভাবিক কাজটাই করেছেন। দুর্বলদের রক্ষার মানসিকতা তাঁকে এ কাজে বাধ্য করেছে। আর এমন মানসিকতা প্রত্যেক ফরাসি ধারণ করেন বলেও জানান তিনি।
বীরত্বের ফলস্বরূপ শুক্রবার বিকেলে অ্যানেসি শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও দেখা হয়ে যায় হেনরির। এ সময় মাখোঁ তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন এবং তাঁর কাজকে ‘আশার আলো’ হিসেবে বর্ণনা করেন।
ছুরিকাঘাতে আহতদের সঙ্গে দেখা করা ছাড়াও হেনরিকে এক নজর দেখার ইচ্ছায়ও অ্যানেসি শহরে এসেছিলেন মাখোঁ।
ঘটনার পর নিজের আসল নাম প্রকাশ করেননি ম্যানেজমেন্টে স্নাতক হেনরি। দাবি করেন, এ ধরনের কাজ কোনো বেসামরিক মানুষ হিসেবে শুধু তিনি একাই করেননি, আরও নজির আছে। এ ছাড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে শুধু তার কৃতিত্বই দেখা গেছে। আসলে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই নিজ নিজ উপায়ে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করছিলেন। পার্কের একজন কর্মী তার হাতে থাকা প্লাস্টিকের একটি কোদাল দিয়ে ওই হামলাকারীকে আঘাতের চেষ্টাও করেছিলেন।
ঘটনার কয়েক দিন আগেই হেনরির সাক্ষাৎকার নিয়েছিল একটি ফরাসি সংবাদপত্র। এ সাক্ষাৎকার থেকে জানা যায়-গত ৯ মাস ধরেই হেঁটে হেঁটে কিংবা পথচলতি যানবাহনে বিনা পয়সায় ভ্রমণ করে ফ্রান্সের ক্যাথেড্রালগুলো ঘুরে ঘুরে দেখছেন হেনরি।
গঙ্গার পরিচ্ছন্নতা ও পানির মান নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তিনি বলেছেন, দূষিত ও নোংরা গঙ্গার পানিতে তিনি কোনো অবস্থাতেই স্নান করবেন না। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং মাথা খাটিয়ে কাজ করুন। পিটিআইয়ের এক
১৬ মিনিট আগেইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে পানি সরবরাহ বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। তিনি বলেন, এতে সমুদ্র সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে, ফলে কাতারসহ গোটা অঞ্চল পানি সংকটে পড়বে।
২৫ মিনিট আগেসিরিয়ার নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার থেকে ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্র ও শনিবার আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত প্রায় ৩০টি ‘গণহত্যায়’
১ ঘণ্টা আগেতৈরি হচ্ছে বিশাল এক অ্যাপার্টমেন্ট, কিন্তু নেই কোনো ইট–বালু সিমেন্ট ভাঙা বা মেশানোর বিকট কোনো শব্দ। প্রচলিত পদ্ধতি নয়, আধুনিক থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে এই বাড়ি নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা আহমেদ মাহিল।
৩ ঘণ্টা আগে