জ্বালানি তেল ডিজেল ক্রয়ে ফ্রান্সের কৃষকেরা যে কর সুবিধা পেয়ে থাকেন, সম্প্রতি তা বাতিলের পরিকল্পনা করছে সরকার ৷ পাশাপাশি কৃষকেরা অভিযোগ করছেন, মূল্যস্ফীতি কমাতে বিদেশ থেকে সস্তায় কৃষিপণ্য এনে তাঁদের ওপর চাপ প্রয়োগ করছে সরকার ও খুচরা বিক্রেতারা। একদিকে জ্বালানি ক্রয়ে সুবিধা বাতিল, আবার পণ্যের দাম কমানোর জন্য চাপ প্রয়োগকে তাই মানতে পারছেন না তাঁরা। প্রতিবাদে তাই বিভিন্ন সবজি এবং ময়লা-আবর্জনা ফেলে রাজধানী প্যারিসের কাছাকাছি এলাকায় রাজপথগুলো বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের অভিনব প্রতিবাদের মুখে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল তাঁর মন্ত্রিসভাকে বিষয়টির সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
এ অবস্থায় ফরাসি কৃষিমন্ত্রী মার্ক ফ্যাঁসিউ এক ঘোষণায় জানিয়েছেন, বিষয়গুলোকে সহজ করার জন্য স্থায়ী সমাধান তৈরির কাজ চলছে। কৃষিব্যবস্থা, বিশেষ করে সাধারণ পরিবহনের বাইরে কৃষি-সংক্রান্ত কাজের নিমিত্তে ডিজেলের ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদের এক আলোচনা শেষে এমন ঘোষণা দেন মার্ক।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের বড় শহরগুলোর বাইরে হাইওয়েতে ছড়িয়ে আছে সবজি এবং ময়লা-আবর্জনা। রাস্তা দখল করে আছে সারি সারি ট্রাক্টর। রাজধানী প্যারিসের কাছে সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক্টরগুলো সড়ক দখল করে ধীরে ধীরে চলছিল। গণমাধ্যমকে এক কৃষক জানিয়েছেন, তাঁরা ধীরে ধীরে প্যারিসের খুব কাছে চলে গেছেন।
এদিকে মার্সেই ও লিয়ঁর মধ্যে সংযোগকারী এ-৭ হাইওয়েতেও ছড়ানো ছিল টমেটো, বাঁধাকপি ও ফুলকপি। কৃষকেরা দাবি করেন, এসব সবজি প্রতিবেশী দেশ থেকে কম দামে আমদানি করা হচ্ছে।
গত বুধবার রাতে ফরাসি কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ সরকারের কাছে ১০০টি দাবি উপস্থাপন করেছে। তারা দাবি করেছে, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায্য প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে।
কৃষকেরা আরও দাবি করেছেন, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে, অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কৃষি ভর্তুকি তাঁদের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, বিমার অর্থ দেওয়ার গ্যারান্টি দিতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।
এ বিষয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের প্রতিবাদের মুখে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরাসি সরকার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কৃষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে তা শুরু হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালকে দুই সপ্তাহ আগে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট মাখোঁ। আত্তালের নেতৃত্বেই গতকাল অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন। আজ শুক্রবারের মধ্যেই কৃষকদের বিষয়ে একটি স্থায়ী সুরাহা দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে সামনে রেখে কৃষকদের আন্দোলন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অতি দক্ষিণপন্থীরা এই বিক্ষোভকে হাতিয়ার করতে পারে। অতি দক্ষিণপন্থী নেতা ম্যারি লি পেন সম্প্রতি বলেছিলেন, মাখোঁ কৃষকদের কাঁধে হাত রেখে কথা বলেন, তারপর তাঁদের পিঠে ছুরি মারেন। কৃষকেরাই সরকারের সবচেয়ে বড় শত্রু।
জ্বালানি তেল ডিজেল ক্রয়ে ফ্রান্সের কৃষকেরা যে কর সুবিধা পেয়ে থাকেন, সম্প্রতি তা বাতিলের পরিকল্পনা করছে সরকার ৷ পাশাপাশি কৃষকেরা অভিযোগ করছেন, মূল্যস্ফীতি কমাতে বিদেশ থেকে সস্তায় কৃষিপণ্য এনে তাঁদের ওপর চাপ প্রয়োগ করছে সরকার ও খুচরা বিক্রেতারা। একদিকে জ্বালানি ক্রয়ে সুবিধা বাতিল, আবার পণ্যের দাম কমানোর জন্য চাপ প্রয়োগকে তাই মানতে পারছেন না তাঁরা। প্রতিবাদে তাই বিভিন্ন সবজি এবং ময়লা-আবর্জনা ফেলে রাজধানী প্যারিসের কাছাকাছি এলাকায় রাজপথগুলো বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের অভিনব প্রতিবাদের মুখে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল তাঁর মন্ত্রিসভাকে বিষয়টির সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
এ অবস্থায় ফরাসি কৃষিমন্ত্রী মার্ক ফ্যাঁসিউ এক ঘোষণায় জানিয়েছেন, বিষয়গুলোকে সহজ করার জন্য স্থায়ী সমাধান তৈরির কাজ চলছে। কৃষিব্যবস্থা, বিশেষ করে সাধারণ পরিবহনের বাইরে কৃষি-সংক্রান্ত কাজের নিমিত্তে ডিজেলের ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদের এক আলোচনা শেষে এমন ঘোষণা দেন মার্ক।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের বড় শহরগুলোর বাইরে হাইওয়েতে ছড়িয়ে আছে সবজি এবং ময়লা-আবর্জনা। রাস্তা দখল করে আছে সারি সারি ট্রাক্টর। রাজধানী প্যারিসের কাছে সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক্টরগুলো সড়ক দখল করে ধীরে ধীরে চলছিল। গণমাধ্যমকে এক কৃষক জানিয়েছেন, তাঁরা ধীরে ধীরে প্যারিসের খুব কাছে চলে গেছেন।
এদিকে মার্সেই ও লিয়ঁর মধ্যে সংযোগকারী এ-৭ হাইওয়েতেও ছড়ানো ছিল টমেটো, বাঁধাকপি ও ফুলকপি। কৃষকেরা দাবি করেন, এসব সবজি প্রতিবেশী দেশ থেকে কম দামে আমদানি করা হচ্ছে।
গত বুধবার রাতে ফরাসি কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ সরকারের কাছে ১০০টি দাবি উপস্থাপন করেছে। তারা দাবি করেছে, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায্য প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে।
কৃষকেরা আরও দাবি করেছেন, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে, অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কৃষি ভর্তুকি তাঁদের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, বিমার অর্থ দেওয়ার গ্যারান্টি দিতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।
এ বিষয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের প্রতিবাদের মুখে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরাসি সরকার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কৃষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে তা শুরু হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালকে দুই সপ্তাহ আগে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট মাখোঁ। আত্তালের নেতৃত্বেই গতকাল অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন। আজ শুক্রবারের মধ্যেই কৃষকদের বিষয়ে একটি স্থায়ী সুরাহা দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে সামনে রেখে কৃষকদের আন্দোলন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অতি দক্ষিণপন্থীরা এই বিক্ষোভকে হাতিয়ার করতে পারে। অতি দক্ষিণপন্থী নেতা ম্যারি লি পেন সম্প্রতি বলেছিলেন, মাখোঁ কৃষকদের কাঁধে হাত রেখে কথা বলেন, তারপর তাঁদের পিঠে ছুরি মারেন। কৃষকেরাই সরকারের সবচেয়ে বড় শত্রু।
গতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৫ মিনিট আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
১ ঘণ্টা আগেইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
২ ঘণ্টা আগে