Ajker Patrika

টুইটারকে আড়াই লাখ ডলার জরিমানা করল রাশিয়ার আদালত

টুইটারকে আড়াই লাখ ডলার জরিমানা করল রাশিয়ার আদালত

মস্কো: নির্দেশ দেওয়ার পরও অবৈধ কনটেন্ট মুছে না ফেলায় টুইটারকে ১৯ মিলিয়ন রুবল (২ লাখ ৫৯ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার মস্কোর তাগানস্কি জেলা আদালত এই জরিমানা করে।

আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টুইটারকে ছয়টি পৃথক প্রশাসনিক অপরাধের দায়ে এই জরিমানা করা হয়েছে।

গত মার্চ থেকে টুইটার ধীর গতির করে দেয় রাশিয়া। বড় প্রযুক্তির কোম্পানিগুলোর সঙ্গে মস্কোর এক ধরনের অচলাবস্থা চলছে। ‘ইন্টারনেট সার্বভৌমত্ব’ বা নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে ইন্টারনেট জায়ান্টদের এ টানাপোড়েন চলছে।

চলতি মাসের শুরুর দিকে ৯০ শতাংশেরও বেশি অবৈধ কনটেন্ট মুছে দেওয়ার পর টুইটারের গতি স্বাভাবিক করেছিল রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর। এর মধ্যে ছিল শিশু পর্নোগ্রাফি, মাদক সেবন, অপ্রাপ্তবয়স্কদের আত্মহত্যায় উদ্বুদ্ধ করার মতো কনটেন্ট।

যদিও মাইক্রো ব্লগিং সাইটটির সব সময় বলে আসছে, শিশু যৌন নিপীড়ন, আত্মহত্যা বা নিজের ক্ষতি করতে উৎসাহিত করার মতো কনটেন্ট প্রচারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে টুইটার। তবে জরিমানার বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

একই অপরাধের জন্য বৃহস্পতিবার টিকটক এবং গুগলকেও সামান্য জরিমানা করেছে একই আদালত। গুগল এবং টুইটারও এ ব্যাপারে মন্তব্য করেনি। রোজকোমনাদজোর বলেছে, আপাতত গুগল বা ফেসবুকের গতি কমিয়ে আনার পরিকল্পনা নেই। তবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত